কলকাতা, 4 জুলাই : 'কলকাতা 96' । রাহুল বন্দোপাধ্যায়ের এই নতুন ছবিতে উঠে আসবে 1996 সালের কল্লোলিনী তিলোত্তমার গল্প ৷ সৌরভের লর্ডস জয় থেকে শুরু করে নয়ের দশকের নানান ঘটনার উল্লেখ থাকবে এই ছবিতে ৷ রোম্যান্স এবং নস্টালজিয়ার এক সুন্দর মেলবন্ধন অনেকেই আশা করতে শুরু করেছেন এই গল্পে ৷ এবার কিছু স্মৃতিমেদুর আর রোম্যান্টিক মেজাজে ফিরতে দেখা গেল রাহুলকেও (Actor Rahul Banerjee And Priyanka Sarkar is all set to begin a new journey) ৷
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর বিবাহ-পরবর্তী সম্পর্ক তিক্ততায় পৌঁছাতে বেশি সময় নেয়নি ৷ সন্তান সহজকে নিয়েই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা ৷ তবে দাম্পত্য জীবন সুখের না হলেও তাঁরা ভালো বন্ধু ৷ এবার সন্তানই হয়ে উঠল তাঁদের সম্পর্কের সেতু ৷
শিশু শিল্পী হিসাবে বাবার ছবিতে ডেবিউ করতে চলেছে ছোট্ট সহজ ৷ 'কলকাতা 96'-এ কীভাবে তাকে দেখবেন দর্শকরা তা অবশ্য জানা যায়নি ৷ তবে বাবা মায়ের সঙ্গে এক ফ্রেমে এবার ক্য়ামেরাবন্দি হলেন সহজবাবু ৷ হাতে তার নতুন ছবির চিত্রনাট্য ৷ আর ছবিটি পোস্ট করে রবিবার বাবা রাহুল লিখলেন, "নতুন শুরু..." ৷