মুম্বই, 14 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা জাভেদ খান আমরোহী (Javed Khan Amrohi Dies)৷ জনপ্রিয় ধারাবাহিক "নুক্কড়" থেকে শুরু করে "লাগান" ও "চক দে ইন্ডিয়া"-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা ৷ চলচ্চিত্র নির্মাতা রমেশ তলওয়ার জানিয়েছেন, মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে ফুসফুসের সমস্যার কারণে জীবনাবসান হয় সত্তরোর্ধ্ব জাভেদ খান আমরোহীর ৷
শ্বাসকষ্টে ভুগছিলেন প্রবীণ অভিনেতা এবং গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন । তিনি মুম্বইয়ের সূর্য নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন বলে পিটিআইকে জানিয়েছেন তলওয়ার । দুপুর একটার দিকে তাঁর দুটি ফুসফুসই অচল হয়ে পড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন, লগানে তাঁর সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র ৷ তিনি জানান, "তিনি থিয়েটারে আমার সিনিয়র ছিলেন । তিনি 1970 সাল থেকে আইপিটিএ (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) মুম্বইয়ের একজন সক্রিয় সদস্য ছিলেন ৷"
অভিনেতার শেষকৃত্য ওশিওয়ারা কাবরিস্তানে সন্ধ্যা 7.30 টায় হওয়ার কথা বলে জানিয়েছেন তিনি ৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআই) থেকে স্নাতক হওয়ার পরে থিয়েটারের মাধ্যমেই কর্মজীবন শুরু কররেন আমরোহী ৷ তিনি 150টিরও বেশি চলচ্চিত্রে এবং প্রায় এক ডজন টিভি শোতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷