হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: আর্থিক দুর্নীতির ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন বলিউড অভিনেতা গোবিন্দা ৷ ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার তরফ থেকে জানা গিয়েছে, 1000 কোটি টাকার অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে পরোক্ষভাবে জড়িত অভিনেতা ৷ কারণ তিনি এই কোম্পানির সমর্থনে প্রচারমূলক কাজে অংশগ্রহণ করেছিলেন ৷ তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷
কর্তৃপক্ষ দাবি, সোলার টেকনো অ্যালায়েন্স (STA-টোকেন) এই কেলেঙ্কারিতে জড়িত ৷ এই সংস্থা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক কেলেঙ্কারির জাল বিস্তৃত করেছে ৷ অবৈধ অনলাইন পঞ্জি স্কিম চালানোর মধ্য দিয়ে ভারত জুড়ে প্রায় 2 লক্ষ মানুষের থেকে মোট 1,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই অনলাইন সংস্থা ৷
কর্তৃপক্ষের মতে, অভিনেতা জুলাই মাসে গোয়াতে এসটিএ-এর প্রধান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ এই অনলাইন ব্যবসার জন্য বিভিন্ন প্রচারমূলক ভিডিয়োতে উপস্থিত হয়েছিলেন। অর্থনৈতিক অপরাধ শাখা ইন্সপেক্টর জেনারেল জেএন পঙ্কজ বলেন, "আমরা গোবিন্দকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারি বা এই উদ্দেশ্যে একটি দল মুম্বইতে পাঠাতে পারি ৷