পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Actor Govinda: 1000 কোটি টাকা তছরুপের ঘটনায় নাম জড়ালো অভিনেতা গোবিন্দার, পুলিশি জেরার মুখে তারকা - পঞ্জি স্কিম

ওড়িশা অর্থনৈতিক অপরাধ শাখা, বলিউড অভিনেতা গোবিন্দাকে আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ৷ 1,000 কোটি টাকার প্যান-ইন্ডিয়ান ইন্টারনেট পঞ্জি স্কিমের তদন্ত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিনেতাকে।

Etv Bharat
পুলিশি জেরার মুখে গোবিন্দা

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 11:10 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: আর্থিক দুর্নীতির ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন বলিউড অভিনেতা গোবিন্দা ৷ ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার তরফ থেকে জানা গিয়েছে, 1000 কোটি টাকার অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে পরোক্ষভাবে জড়িত অভিনেতা ৷ কারণ তিনি এই কোম্পানির সমর্থনে প্রচারমূলক কাজে অংশগ্রহণ করেছিলেন ৷ তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

কর্তৃপক্ষ দাবি, সোলার টেকনো অ্যালায়েন্স (STA-টোকেন) এই কেলেঙ্কারিতে জড়িত ৷ এই সংস্থা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক কেলেঙ্কারির জাল বিস্তৃত করেছে ৷ অবৈধ অনলাইন পঞ্জি স্কিম চালানোর মধ্য দিয়ে ভারত জুড়ে প্রায় 2 লক্ষ মানুষের থেকে মোট 1,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এই অনলাইন সংস্থা ৷

কর্তৃপক্ষের মতে, অভিনেতা জুলাই মাসে গোয়াতে এসটিএ-এর প্রধান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ এই অনলাইন ব্যবসার জন্য বিভিন্ন প্রচারমূলক ভিডিয়োতে উপস্থিত হয়েছিলেন। অর্থনৈতিক অপরাধ শাখা ইন্সপেক্টর জেনারেল জেএন পঙ্কজ বলেন, "আমরা গোবিন্দকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করতে পারি বা এই উদ্দেশ্যে একটি দল মুম্বইতে পাঠাতে পারি ৷

আর এক আধিকারিক জানিয়েছেন, ভিডিয়োটিতে এই সংস্থার হয়ে প্রচারে গোবিন্দার অবদান স্পষ্টভাবে দেখা গিয়েছে ৷ তবে এটাও ঠিক জালিয়াতির এই ঘটনায় তাঁকে সন্দেহভাজন বা অভিযুক্ত হিসাবে দেখা হচ্ছে না। তিনি বলেন, "আমরা তাঁকে আমাদের মামলায় একজন সাক্ষী করব ৷" কারণ অভিনেতার ভূমিকা শুধুমাত্র তাঁদের ব্যবসায়িক চুক্তি অনুযায়ী (এসটিএ-টোকেন ব্র্যান্ড) সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

7 আগস্ট, অর্থনৈতিক অপরাধ শাখা ভারত ও ওড়িশার ব্যবসায়িক নেতা যথাক্রমে গুরতেজ সিং সিধু এবং নিরোদ দাসকে আটক করেছিল। ভুবনেশ্বরের একজন বিনিয়োগ উপদেষ্টা রত্নাকর পালাইকেও সিধুর সঙ্গে যুক্ত থাকার কারণে 16 অগস্ট আটক করা হয়েছিল। এই স্কিমটিতে জড়িত থাকার কারণে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, কোম্পানির সিইও, ডেভিড গেজ, হাঙ্গেরির এক নাগরিক এবং রাজস্থানের আরও তিনজন ভারতীয়, কৃষ্ণ কুমার, অনিল কুমার এবং ভূরা রামের বিরুদ্ধে।

ABOUT THE AUTHOR

...view details