হায়দরাবাদ, 3 জুন: ওড়িশার ট্রেন বিপর্যয়ে শনিবার বেলা পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 288 ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ এদের মধ্যে 56 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক কর্তারা ৷ এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন টলিউড ও বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ৷ টুইটারে নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব । শুরু করে অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, সলমন খান, অক্ষয় কুমার প্রমুখ ৷
অভিনেতা দেব টুইট করে লিখেছেন, "ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ প্রার্থনা ৷ "অক্ষয় কুমার টুইট করে লিখেছেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনার ছবিগুলো দেখে সত্যিই খারাপ লাগছে ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি ৷ যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা ৷ ওম শান্তি ৷"
অভিনেত্রী কাজল সমবেদনা জানিয়ে টুইট করে লিখেছেন, "শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা ৷"
অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী সারা আলি খান, করণ জোহর ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ৷ ঘটনায় দক্ষিণী তারকা চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর গভীর সমবেদনা জানিয়েছেন ৷