মুম্বই, 4 মার্চ:অভিনেত্রী তুনিশা শর্মার 'আত্মহত্যা'র ঘটনায় টেলি অভিনেতা শিজান খানের জামিন মঞ্জুর করল ভাসাই আদালত ৷ শনিবার এই মামলায় 1 লক্ষ টাকার সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করা হয় শিজানের ৷ তবে অভিনেতার পাসপোর্ট রয়েছে আদালতের জিম্মায় ৷ 20 বছর বয়সি তুনিশার দেহ উদ্ধার হয় শ্যুটিং ফ্লোরের একটি বাথরুম ৷ ঘটনাটি ঘটেছিল গতবছর ডিসেম্বরে (Sheezan Khan bail by Vasai court ) ৷
বেশ কিছুক্ষণ অভিনেত্রী বাথরুমে রয়েছেন দেখে সন্দেহ হয় বাকিদের ৷ তারপরই মেকআপ রুমের বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার ফলে শ্বাস রোধ হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর ৷ তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই তুনিশার প্রেমিক শিজানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তুনিশার মা ৷ দ্রুত এই অভিনেতাকে গ্রেফতার করে ওয়ালি থানার পুলিশ ৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 306 ধারায় মামলাও দায়ের করা হয় অভিনেতার বিরুদ্ধে ৷
তুনিশার মা বিনীতা এও অভিযোগ করেন যে তুনিশাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছিল ৷ শুধু তাই নয় তাঁকে হিজাব পরতেও বাধ্য করা হত বলে দাবি করেন তিনি ৷ তুনিশার মায়ের দাবি ছিল, শিজান নাকি সেটের মধ্য়েই ড্রাগ নিতেন আর একদিন তিনি তুনিশাকে চড়ও মারেন ৷ কারণ, তুনিশা জানতে পেরেছিলেন শিজান তাঁর সঙ্গে প্রতারণা করছেন ৷