পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দক্ষিণী তারকা যশের জন্মদিনে প্রাণ গেল 3 অনুরাগীর

Accident in Yash's birthday: দক্ষিণী তারকা যশের 38তম জন্মদিনে প্রাণ হারালেন তাঁর তিন অনুরাগী ৷ অভিনেতার কাট-আউট লাগাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু কর্ণাটকের তিনজনের ৷ গুরুতর আহত আরও তিন ৷ শোকের ছায়া এলাকায় ৷

Etv Bharat
যশের জন্মদিনে প্রাণ গেল অনুরাগীর

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 1:37 PM IST

গাদং (কর্ণাটক), 8 জানুয়ারি: প্রিয় অভিনেতার জন্মদিনে বিষাদের ছায়া ৷ দক্ষিণী তারকা যশের জন্মদিন পালন করতে গিয়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন তিনজন ৷ কেজিএফ তারকা যশের বড় কাট-আউট লাগাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সোমবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের গাদয় জেলার লাক্সমেশ্বর শহরের কাছে সোরানাগি গ্রামে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৷

ইতিমধ্যেই পাওয়া গিয়েছে মৃতদের পরিচয় ৷ তাঁরা হলেন হানুমান্থা হারিজন (24), মুরালি নাদুমানি (20) ও নবীন গাজি (20) ৷ আহতরা হলেন মঞ্জুনাথ হরিজন, প্রকাশ ময়গেরি ও দীপক হারিজন ৷ আহতদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যেককে চিকিৎসকরা নজরদারিতে রেখেছেন ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ৷

এসপি নীমাগৌদ জানিয়েছেন, মোট নয়জন যুবক দক্ষিণী তারকা যশের জন্মদিন পালন করার জন্য কাটআইট তৈরি করে তা লোহার ফ্রেমে বাঁধানোর চেষ্টা করেন ৷ দুর্ভাগ্যবশত সেই লোহার খাঁচাটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ৷ যার ফলে সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন জন যুবক ৷ বাকি তিনজন আহতদের মধ্যে দুজনের অবস্থা বেশ খারাপ ৷ এই ঘটনার পর নিহত যুবকদের পরিবারের তরফে অনুরোধ জানানো হয়েছে যাতে অভিনেতা যশ এই গ্রামে এসে তাঁদের সঙ্গে দেখা করেন ৷

জানা গিয়েছে, গ্রামের বেশ কিছু যুবক দক্ষিণী তারকা তথা কেজিএফ খ্যাত অভিনেতার যশের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ সোমবার তারকার 38তম জন্মদিন ৷ সেই কারণে অভিনেতার বড় কাট-আউট লাগানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ ভোর রাতে এই আয়োজন করা হচ্ছিল ৷ কিন্তু রাতের বেলা এই কাট-আউট লাগাতে গিয়ে সামনে হাই-টেনশন ইলেকট্রিক তার খেয়াল করেননি কেউই ৷ যার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

স্থানীয় বিধায়ক চান্দ্রু লমানি আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থেকে সান্ত্বনাও দেন ৷ আগামী সময়ে পাশে থাকার আশ্বাসও দেন তিনি ৷ ইতিমধ্যেই ডিস্ট্রিক ইন-চার্জ মিনিস্টার এইচকে পাতিল যোগাযোগ করেছেন জেলার ডেপুটি কমিশনার ও এসপির সঙ্গে ৷ বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার জন্য মন্ত্রী খোঁজখবর নেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, মন্ত্রী এইচকে পাতিল এই দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বললেন বলে জানা গিয়েছে ৷ যাতে নিহতদের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পায়, সেই বিষয়ে আলোচনা করা হবে বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

2.'বার্বি'কে হারিয়ে সেরা ছবি 'ওপেনহাইমার', গোল্ডেন গ্লোব ক্রিস্টোফার নোলানের মুকুটে

3.বিমান বন্দরে জন্মদিন পালন দীপিকার, সারপ্রাইজ পেয়ে আপ্লুত 'ফাইটার' অভিনেত্রী

ABOUT THE AUTHOR

...view details