হায়দরাবাদ, 4 অগস্ট: শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের মৃত্যুর খবর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের নতুন ছবির ট্রেলার মুক্তির তারিখ বদল করেন অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন ৷ অভিষেকের 'ঘুমর' এবং অক্ষয়ের 'ওএমজি 2' দু'টি ছবির ট্রেলারই প্রকাশ্য়ে আসার কথা ছিল বৃহস্পতিবার ৷ তার বদলে শুক্রবার দর্শকের প্রতীক্ষার অবসান ঘটল ৷ সামনে এল 'ঘুমর' ছবির ঝলক ৷ আর বাল্কি পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক মহিলা ক্রিকেটারের সংগ্রামের কাহিনি ৷ ছবিতে দেখা গেল বিগ বি’কেও ৷
মহিলা ক্রিকেট নিয়ে এমনিতেই ভারতে কিছুটা সমস্যা রয়েছে ৷ প্রাচীনপন্থী চিন্তাভাবনার সঙ্গে দিন-রাত লড়াই করে তবে উঠে আসতে হয়েছে মিতালী রাজ, ঝুলন গোস্বামী, অঞ্জুম চোপড়াদের ৷ এখন অবশ্য সচেতনতা কিছুটা বেড়েছে ৷ ব্যাট-বলের এই লড়াইয়ে মেয়েদেরও যে সমান অধিকার রয়েছে তা বলাই বাহুল্য ৷ এবার সেই কাহিনিকেই পর্দায় তুলে আনবেন শাবানা আজমি, অভিষেক বচ্চন, সায়ামি কর এবং অঙ্গদ বেদিরা ৷