পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abhi-Ash Marriage Anniversary: একে অপরের হাত ধরে 'সুইট 16' পার অভিষেক-ঐশ্বর্যর - বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন

বিয়ের 16 বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন । সোশাল মিডিয়ায় ছবি শেয়ার তারকা জুটির । শুভেচ্ছা জানালেন অনুরাগীরা ।

Etv Bharat
'সুইট 16' পার অভিষেক-ঐশ্বর্যর

By

Published : Apr 21, 2023, 1:28 PM IST

মুম্বই, 21 এপ্রিল: বলিউডে যদি মোস্ট পাওয়ারফুল পেয়ার বা জুটির জন্য কোনও পুরস্কার থাকে, তাহলে নিঃসন্দেহে তা জিতে নেবেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। 2007 সালে বিশ্বসুন্দরী মিসেস বচ্চন হয়ে পা রেখেছিলেন জলসায় । আজ সেই জুটি দেখতে দেখতে পার করে ফেলেছে 16টা বছর। সামাজিক মাধ্যমে এই পাওয়ার কাপলকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ।

2007 সালের 20 এপ্রিল, বচ্চন বাড়ির মেগা বিয়ে সেদিন নজর ছিল গোটা দেশের। গ্র্যান্ড বিয়ে বা বিগ ফ্যাট বিয়ে বলতে যা বোঝায়, সেই সময় অমিতাভ পুত্র অভিষেক বচ্চন ও বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বিয়েটাও ছিল সেই রকম । বিয়ের কার্ড থেকে কনের শাড়ি, পাত্রের শেরওয়ানি, মেহেন্দি, গয়না সবেতেই ছিল ইউনিক ব্যাপার । বিয়ের দিন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' অভিনেত্রী পড়েছিলেন সোনালী রঙের ভারি কাঞ্জিভরম । শাড়ির পাড় ছিল সোনার । অন্যদিকে, অভিষেক পরেছিলেন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার করা শেরওয়ানি । সাদা ও সোনালীর মেলবন্ধনে তৈরি হয়েছিল এই পোশাক ।

সেই একসঙ্গে পথ চলা শুরু। তারপর আরব সাগরের তীরে কত ঘটনায় এসে ভিড়েছে। কিন্তু এই জুটি আজও একে অপরের হাত ধরে রেখেছে শক্ত করে। বিয়ের 16টা বছর কাটিয়েও আজও একে অপরের কাছে হয়ে রয়েছেন সুইট 16 । সোশাল মিডিয়ায় অভিষেক ও ঐশ্বর্য দুজনেই একটি ছবি শেয়ার করে সেই বার্তাই দিয়েছেন। বিবাহবার্ষিকীতে এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও । রীতেশ দেশমুখ, তানিশা মুখোপাধ্যায়-সহ নেটিজেনরাও কমেন্টে ভালোবাসা জানিয়েছেন 'গুরু' খ্যাত জুটিকে ।

আরও পড়ুন: 'উপযুক্ত সম্মান সকল শিশুর অধিকার', আরাধ্য়া মামালায় ভিডিয়ো সম্প্রচার বন্ধের নির্দেশ আদালতের

উল্লেখ্য, 'পোন্নিয়িন সেলভান-পার্ট 2'-তে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। লেখক কাল্কি কৃষ্ণামূর্তির তামিল নোভেল থেকে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ঐশ্বর্য-র বিপরীতে রয়েছে দক্ষিণী সুপারস্টার বিক্রম । 2010 সালে 'রাবন' ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । পাশাপাশি অভিষেক ব্যস্ত আছেন 'বিগ বুল'- ছবির সিক্যুয়েল নিয়ে। বিগ বুল মুক্তি পেয়েছিল 2021 সালে। ছবিতে 'হেমন্ত শাহ'-য়ের চরিত্রে প্রশংসা কুড়িয়েছিলেন জুনিয়র বচ্চন।

ABOUT THE AUTHOR

...view details