কলকাতা, 14 অগস্ট: বাঙালির প্রধান গন্তব্যের নাম 'দীপুদা'। অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং । আর এই দার্জিলিং-এর প্রেক্ষাপটেই ফিল্ম বানিয়েছেন পরিচালক রাজর্ষি দে । তাঁর নির্মিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' মূলত সত্যজিৎ রায়কে তাঁর জন্মশতবার্ষিকীতে সম্মান জানাতেই তৈরি ।
প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা' মুক্তি পায় 1962 সালের 11 মে । সেই ছবির নস্ট্যালজিয়াকে ফের উস্কে দিয়েছে রাজর্ষি দে'র ছবি । নানা চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' ।
এ বার আমেরিকায় অনুষ্ঠিত পঞ্চম 'ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Dallas International Film Festival) সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। পাশাপাশি 'শিকাগো ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এও সেরা ছবির খেতাব জিতেছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।