কলকাতা, 17 মে:'বিবাহ অভিযান' ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা 25 মে তারিখটা ইতিমধ্য়েই ক্য়ালেন্ডারে দাগ দিয়ে রেখেছেন ৷ কারণ এই রম-কম ছবির পরবর্তী পর্ব নিয়ে সৌমিক হালদার পর্দায় ফিরছেন চলতি মাসের 25 তারিখ ৷ অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে এবারও পর্দা মাতাতে আসেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, নুসরত ফারিয়ারা ৷ বুধবার মুক্তি পেল ছবির টাইটেল ট্র্য়াক ৷ 'আবার বিবাহ অভিযান' শিরোনামের এই গানটি এসেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের কলম থেকে ৷
দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন অনির্বাণ ৷ 'আবার বিবাহ অভিযান'-এর সুরকার জিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ ছবির পুরো গল্পের একটা সারমর্ম যেন ফুটে উঠেছে এই গানে ৷ এই গানেও তিন মূর্তিমানেরই দেখা মিলেছে ৷ তাঁদের সঙ্গে রয়েছেন তিন কন্য়েও ৷ গল্পের এবার যাত্রা যে থাইল্যান্ড তা জানিয়ে গিয়েছিল আগেই ৷ তবে খাবারটা রান্না কেমন হল তা জানতে অপেক্ষা ছাড়া গতি নেই ৷
তবে হাসি মজায় ভরপুর টাইটেল ট্র্যাকটি ইতিমধ্য়েই বেশ নজর কেড়েছে দর্শকের ৷ খুব হালকা চালে বাঙালির চিন্তা চেতনার একটা ছবিকে ফুটিয়ে তুলেছে 'আবার বিবাহ অভিযান' ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সৌরভ দাসও ৷ এর আগে মুক্তি পেয়েছিল 'মন বাজারে' গানটি ৷ প্রসেনের কথায় এবং জিৎ গঙ্গোপাধ্য়ায়ের সুরে এই গানটিও গেয়েছিলেন নাকাশ আজিজ ৷ 'মন বাজারে' গানটিও ছবির জনারের কথা মাথায় রেখেই একেবারে হালকা চালে সাজানো হয়েছে ৷
অভিনয়ের কথা বলতে গেলে অঙ্কুশকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'লাভ ম্যারেজ' ছবিতে ৷ সেটাও ছিল রম-কম ঘরানারই ছবি ৷ অন্য়দিকে অনির্বাণ শেষ অভিনয় করেছেন 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে ৷ এটি ছিল একেবারে অন্য ধরনের একটি ছবি ৷ এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন অভিনেতা ৷ এছাড়া রুদ্রনীলও আগামীতে পা রাখতে চলেছেন বলিউডে ৷ তাঁকে দেখা যাবে অজয় দেবগণের 'ময়দান' ছবিতে ৷
আরও পড়ুন:'ওরম তাকিয়ো না...' জন্মদিনে ফিরে দেখা কৌশানির কিছু নজরকাড়া লুক