পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abar Bibaho Obhijaan Release Date: আবার বিবাহ অভিযানে থাইল্যান্ড যাচ্ছেন অঙ্কুশ-রুদ্র-অনির্বাণরা - Abar Bibaho Obhijaan Release Date

পয়লা বৈশাখে পর্দায় আসতে চলেছে বাঙালিয়ানার উদযাপনের ছবি 'আবার বিবাহ অভিযান' ৷ সৌমিক হালদার পরিচালিত এই নতুন পোস্টার সামনে এসেছে সম্প্রতি (Abar Bibaho Obhijaan is Coming Soon) ৷

Abar Bibaho Obhijaan Release Date
পয়লা বৈশাখ পর্দায় আসছে 'আবার বিবাহ অভিযান

By

Published : Feb 9, 2023, 10:24 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সৌমিক হালদারের পরিচালনায় আগামী পয়লা বৈশাখ পর্দায় আসছে 'আবার বিবাহ অভিযান' ৷ এর আগে দর্শকদের মাতিয়েছে আদ্যপান্ত এই হাসির ছবির প্রথম পর্ব ৷ অর্নিবাণ, অঙ্কুশ এবং রুদ্রনীলের অভিনয় সকলের মন কেড়েছে ৷ আর সঙ্গে গল্পের তিন নারী চরিত্র নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকার এবং সোহিনি সরকারের অভিনয়ও ছিল মনে রাখার মতো ৷ এবার ফের আসছে এই 6 মূর্তির কাহিনি ৷ বুধবার অনির্বাণ নিজেই শেয়ার করেছেন ছবির নতুন পোস্টার (Abar Bibaho Obhijaan is Coming Soon) ৷

সহজ সাধাসিধে প্রেমের এক গল্প উঠে এসেছিল ছবির প্রথম পর্বে ৷ দু'জন অফিস কর্মীর সঙ্গে পর্দায় উঠে এসেছিল এক ডাকাতের গল্প। আসল নয় নকল ডাকাত । ডাকাত হিসেবে বিখ্যাত হতে চায় তার প্রেমিকার মন জয় করতে ৷ এই তিনজন বাঁধা পড়ে যায় একটি সুতোয় ৷ আর তারপর হাসির ফোয়ারা ছুটিয়ে এগিয়েছিল গল্প ৷ বিভিন্ন দৃশ্যে ব্যবহৃত একাধিক পাঞ্চ লাইন দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল । সামাজিক মাধ্যমে এখনও সেসবের ব্যবহার হয়ে থাকে । হাসির রাস্তা ছেড়ে ঘটনা প্রবাহ মাঝেমধ্যেই ঢুকে পড়ছিল থ্রিলারের গলিতে । শেষে মিলে গিয়েছিল সব হিসেব ৷

কিন্তু নতুন গল্পটা ঠিক কেমন হতে চলেছে তা অবশ্য় জানা যায়নি ৷ শুধু এটুকু জানা গিয়েছে , কলকাতা থেকে এবার দলটি চলেছে থাইল্যান্ডে ৷ তারপর কী হয় তা জানতে হলে ছবিটি দেখা ছাড়া আর উপায় নেই ৷ ছবির নতুন পোস্টার শেয়ার করে নির্মাতারা এদিন লিখেছেন, 'পয়লা বৈশাখে নতুন অভিযান! তারিখটা মনে রাখুন ৷ সৌমিক হালদারের পরিচালনায় 'আবার বিবাহ অভিযান' আসছে 13 এপ্রিল ৷' ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন সৌরভ দাসও ৷ আর ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ 'আবার বিবাহ অভিযান' ছবির প্রযোজনা করছে এসভিএফ ৷

আরও পড়ুন:ভোরের আলোয় অন্য পায়েলকে চেনাবেন পরিচালক সায়ন

অনির্বাণ-রুদ্র-অঙ্কুশ তিনজনেই এখন ব্যস্ত নতুন নতুন প্রজেক্ট নিয়ে ৷ অনির্বাণকে আগামীতে দেখা যাবে গায়কের ভূমিকাতেও ৷ তাঁর এই নতুন কাজের নাম 'মিথ্য়ে প্রেমের গান' ৷ অন্যদিকে, অরিন্দম শীলের পরিচালিত ফেলুদার গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুদ্রনীলকে ৷ তিনি এখন ব্যস্ত শুটিংয়ে ৷ পাশাপাশি অঙ্কুশের শিকারপুর-ও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ৷ তাই তাঁদের তিনজনের এই নতুন ছবি 'আবার বিবাহ অভিযান' কেমন হয় সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details