কলকাতা, 9 ফেব্রুয়ারি: সৌমিক হালদারের পরিচালনায় আগামী পয়লা বৈশাখ পর্দায় আসছে 'আবার বিবাহ অভিযান' ৷ এর আগে দর্শকদের মাতিয়েছে আদ্যপান্ত এই হাসির ছবির প্রথম পর্ব ৷ অর্নিবাণ, অঙ্কুশ এবং রুদ্রনীলের অভিনয় সকলের মন কেড়েছে ৷ আর সঙ্গে গল্পের তিন নারী চরিত্র নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকার এবং সোহিনি সরকারের অভিনয়ও ছিল মনে রাখার মতো ৷ এবার ফের আসছে এই 6 মূর্তির কাহিনি ৷ বুধবার অনির্বাণ নিজেই শেয়ার করেছেন ছবির নতুন পোস্টার (Abar Bibaho Obhijaan is Coming Soon) ৷
সহজ সাধাসিধে প্রেমের এক গল্প উঠে এসেছিল ছবির প্রথম পর্বে ৷ দু'জন অফিস কর্মীর সঙ্গে পর্দায় উঠে এসেছিল এক ডাকাতের গল্প। আসল নয় নকল ডাকাত । ডাকাত হিসেবে বিখ্যাত হতে চায় তার প্রেমিকার মন জয় করতে ৷ এই তিনজন বাঁধা পড়ে যায় একটি সুতোয় ৷ আর তারপর হাসির ফোয়ারা ছুটিয়ে এগিয়েছিল গল্প ৷ বিভিন্ন দৃশ্যে ব্যবহৃত একাধিক পাঞ্চ লাইন দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল । সামাজিক মাধ্যমে এখনও সেসবের ব্যবহার হয়ে থাকে । হাসির রাস্তা ছেড়ে ঘটনা প্রবাহ মাঝেমধ্যেই ঢুকে পড়ছিল থ্রিলারের গলিতে । শেষে মিলে গিয়েছিল সব হিসেব ৷