হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: বলিউডে পেতে চলেছে নতুন একটি জুটি ৷ ম্রুণাল ঠাকুর ও অভিমুন্য দাসানিকে একসঙ্গে পেতে চলেছেন দর্শক ৷ কিছুদিন আগেই আপকামিং ছবি 'আঁখ মিচোলি'র পোস্টার প্রকাশ্যে এনে দর্শকদের মধ্য কৌতুহল তৈরি করেছিলেন পরিচালক উমেশ শুক্লা ৷ মঙ্গলবার সামনে আনলেন ছবির ট্রেলার ৷ রম-কম ছবির এই ট্রেলার দেখে প্রশংসা নেটিজেনদের ৷
'ওহ মাই গড' ও '102 নট আউট'-এর মতো শিক্ষনীয়, মজাদার ছবি উপহার দিয়েছেন পরিচালক উমেশ শুক্লা ৷ এবার ছবিতে যত কাণ্ড ঘটতে চলেছে তা এক বিয়েকে কেন্দ্র করে ৷ ট্রেলার শেয়ার করে সীতা রমণ অভিনেত্রী লিখেছেন, "চোখের আরামের জন্য বিনোদনমূলক প্রচেষ্টা ৷ ভরপুর মজা আর বিনোদন নিয়ে সাক্ষী থাকুন ফ্য়ামিলি ড্রামার ৷ মন দিয়ে দেখুন ৷ আরও অনেক কিছু লুকিয়ে আছে ৷" পরিচালক উমেশ লিখেছেন, "নিজেদের পরিবারের সঙ্গে আসুন ৷ হাসি আর বিনোদনের ডবল ডোজ দেখতে কাছের প্রেক্ষাগৃহে ৷"