মুম্বই, 27 জানুয়ারি: বলিউডের দুই খানকে একসঙ্গে দেখা গিয়েছে 'পাঠান' ছবিতে ৷ সলমন-শাহরুখ স্ক্রিনশেয়ার করলেও বাদ ছিলেন শুধু তৃতীয় খান আমির ৷ যদিও কয়েকদিন আগেই তাঁর 'লাল সিং চাড্ডা' ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা দিয়েছিলেন এসআরকে ৷ শাহরুখের ছবিতে যদিও আমিরের দেখা মেলেনি, কিন্তু দেখা গিয়েছে তাঁর দিদিকে ৷ আমিরের দিদি নিখতকে দেখা গিয়েছে কিং খানের সঙ্গে ৷ আর তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ নিখত খান হেগড়ে ছবিতে অভিনয় করেছেন একজন আফগানি মহিলার চরিত্রে (Aamir Khan sister Nikhat Khan in Pathaan)৷
নিখত নিজেও তাঁর অনুরাগীদের কিছু মন্তব্য শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় (Aamir Khan sister cameo in Pathaan) ৷ সেখানে কেউ লিখেছেন, "নিখত ম্যাম দারুণ ৷ এক ফ্রেমে দুই প্রিয় মানুষ ৷" কেউ আবার ছবির কিছু ফ্রেম শেয়ার করে লিখেছেন, "আরে আমাদের নিখত ৷" এর আগেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন নিখত ৷ বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন তিনি ৷ এর মধ্য়ে রয়েছে 'তুম মেরে হো', 'হাম হ্যায় রাহি পেয়ার কে' এবং 'লাগান'-এর মতো ছবিগুলি ৷ একইসঙ্গে বেশকিছু ছবিতে তিনি অভিনয়ও করেছেন ৷ যার মধ্য়ে রয়েছে 'মিশন মঙ্গল', 'সান্দ কি আঁখ' এবং 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'-এর মতো ছবিগুলি ৷