মুম্বই, 31 অক্টোবর:হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি হলেন অভিনেতা আমির খানের মা ৷ মায়ের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য তাঁদের পঞ্চগিনির বাড়িতেই ছিলেন আমির ৷ আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা ৷ এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়(Aamir Khan mother Zeenat suffers heart attack) ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনায় করছেন সবাই ( Zeenat hussein Health Update) ৷
জুন মাসে মা জিনাত হুসেনের জন্মদিনে পরিবার নিয়ে উদযাপন করেছিলেন বলিপাড়ার এই সুপারস্টার ৷ সেই বার্থ ডে সেলিব্রেশনের বেশ কিছু ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ আমিরের মাকে কেক কাটতেও দেখা গিয়েছিল একটি ভিডিয়োতে ৷ আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ এরপর দীপাবলির আলোর উৎসব পালনের মাঝেই ঘটে গেল এই আকস্মিক দুর্ঘটনা(Aamir Mother Suffers Heart Attack) ৷