হায়দরাবাদ, 11 অক্টোবর: পরপর ব্যর্থতার পর ফের মসনদে ফিরতে মরিয়া বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ মঙ্গলবার তাঁর আগামী প্রজেক্ট নিয়ে নতুন খবর দিয়েছেন অভিনেতা ৷ সাম্প্রতিক একটি কনক্লেভে তিনি জানিয়েছেন বিরতি শেষ ৷ আবারও তিনি পর্দায় ফিরছেন অভিনেতা এবং প্রযোজক রূপে ৷ ছবির নাম 'সিতারে জমিন পর' ৷ এক সময় আমিরের বিখ্যাত ছবি 'তারে জমিন পর' বদলে দিয়েছিল হিন্দি ছবির সংজ্ঞা ৷ কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্য়রকমের ছবিও যে ব্যবসায়িক সাফল্য দিতে পারে তার প্রমাণ ছিল এই ছবিটিও ৷
তাঁর নতুন প্রজেক্ট নিয়ে বলতে গিয়ে আমির বলেন, "সিতারে জমিন পর ছবিতে প্রযোজনার পাশাপাশি আমি অভিনয়ও করব ৷ তারে জমিন পর ছবির চেয়ে আরও দশ কদম এগিয়ে রয়েছে এই ছবির গল্প ৷ এই ছবি আপনাকে হাসাবে আবার কাঁদাবেও ৷ তারে জমিন পর ছবিতে আমি দর্শিলকে সাহায্য করেছিলাম ৷ আর এই ছবি 9 জন সমস্য়ায় জর্জরিত মানুষ আমাকে সাহায্য় করবে ৷"
'তারে জমিন পর' ছবিটি তৈরি হয়েছিল মাত্র 12 কোটি টাকায় ৷ দেশ বিদেশ মিলিয়ে প্রায় 98 কোটি টাকা আয় করে এই ছবি ৷ ছবিতে দর্শিল অভিনয় করেছিলেন ডিসলেক্সিয়ায় আক্রান্ত একজন শিশুর চরিত্রে ৷ চরিত্রটির নাম ছিল ঈশান ৷ তারই শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছিল আমিরকে যিনি এই ছেলেটির জীবন বদলে দেন ৷