মুম্বই, 10 অগস্ট: মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' কাল মুক্তি পাচ্ছে ৷ বিশেষত 'ঠাগস অফ হিন্দোস্তান'-এর ব্যর্থতার পর এই ছবি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট স্নায়ুর চাপে রয়েছেন অভিনেতা ৷ তার উপর তাঁর নতুন ছবি নিয়ে বয়কট অভিযানও চলছে সোশাল মিডিয়ায় (Aamir Khan on Laal Singh Chaddha Release)৷
সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা এও জানিয়েছেন যে তিনি গত 48 ঘণ্টা ঘুমোতেই পারেননি এই ছবির কথা ভাবতে ভাবতে ৷ আমির বলেন, "আমি আমার ব্রেন এখন ওভার ড্রাইভে রয়েছে ৷ 11 অগস্টের পরই আমার ঘুম আসবে ৷"
তিনি আরও জানান, এই অবস্থা শুধু তাঁর একার নয় ৷ পরিচালক অদ্বৈত চন্দনও এই ছবি নিয়ে যথেষ্ট টেনশনে রয়েছেন ৷ তাঁরা দু'জনেই 11 তারিখের পরেই ভালভাবে ঘুমোতে পারবেন যখন দর্শক বলবে ছবিটি ভাল না খারাপ ৷ তিনি কীভাবে বোঝেন সত্যিই দর্শকদের এই ছবিটি ভালো লেগেছে কি না? আমির বলেন, "আমি বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকদের আসল প্রতিক্রিয়া কি তা দেখার জন্য ঘুরে বেড়াই ৷ দর্শকরা জানতেও পারেন না যে আমিও হলে আছি ৷ বিশেষত প্রথম সপ্তাহে প্রোজেকশন উইন্ডো কিম্বা সাইড ডোরের পাশে দাঁড়িয়ে আমি ওঁদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করি ৷"
48 ঘণ্টা ঘুমাতেই পারেননি ছবি মুক্তির চাপে, জানালেন আমির আরও পড়ুন:'নোংরামোটার কথা এতদিন শুনেছি আজ দেখছি', 'ভটভটি' আশানুরূপ হল না পাওয়ায় ক্ষুব্ধ তথাগত
এই ছবিতে একজন শিখের চরিত্রে অভিনয় করবেন আমির খান ৷ তাঁর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন করিনা কাপুর খানও ৷ ছবি মুক্তির আগে বুধবার অমৃতসরের দরবার সাহিবেও যান মিস্টার পারফেকশনিস্ট ৷