মুম্বই, 11 জুন: রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রখ্যাত প্রযোজক মধু মান্তেনা এবং লেখক তথা যোগ শিক্ষক ইরা ত্রিবেদী ৷ শনিবার ছিল মেহেন্দির অনুষ্ঠান ৷ সেখানেই দেখা মিলল বেশ কয়েকজন বি-টাউন তারকার ৷ অভিনেতা আমির খান থেকে হৃত্বিক রোশন, রাজকুমার রাও-সহ অনেকেই উপস্থিত ছিলেন মেহেন্দির অনুষ্ঠানে ৷
অনুষ্ঠানস্থলের বাইরে থাকা পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে আমির খানকে । 3 ইডিয়টসের অভিনেতার পরনে ছিল সাধারণ পোশাক ৷ নীল জিন্স এবং কালো জুতোর সঙ্গে একটি জলপাই সবুজ রঙের টি-শার্ট পরেছিলেন তিনি । তাঁর চোখে ছিল একটি রিডিং গ্লাস ৷ মধু মান্তেনা আমিরের অ্যাকশন থ্রিলার ফিল্ম গজনীর প্রযোজক ছিলেন ৷ 2008 সালে মুক্তি পায় সেই ছবি, সেখানে আমিরের বিপরীতে অভিনয় করেন আসিন ।
মধুর মেহেন্দিতে হাজির ছিলেন অভিনেতা হৃতিক রোশনও ৷ তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক ৷ তিনি সাদা কুর্তা পায়জামার উপরে মেরুন নেহরু কোট পরেছিলেন । তাঁকেও পাপারাৎজিদের সামনে পোজ দিতে দেখা গিয়েছে । তিনি ছাড়াও অভিনেতা রাজকুমার রাও তাঁর স্ত্রী পত্রলেখার সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে হাজির হন । এই দম্পতি রুপোলি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন ৷ পত্রলেখাকে বেশ সুন্দর দেখাচ্ছিল ৷ তাঁর পরনে ছিল একটি রুপোলি এমব্রয়ডারি করা স্যুট ৷ সঙ্গে একটি পনিটেল আর ভারী মেকআপ ৷ তাঁর হাতে ছিল একটি সাদা পার্স ।
হবু দম্পতি প্রযোজক মধু মান্তেনা এবং ইরা ত্রিবেদীকেও পোজ দিতে দেখা গিয়েছে । মেহেন্দির অনুষ্ঠানের জন্য মান্তেনা একটি অফ-হোয়াইট কুর্তা পায়জামা পরেন ৷ আর গোলাপী লেহেঙ্গায় সেজেছিলেন ইরা ৷ সঙ্গে খোলা চুল ও ভারী গয়নায় মোহময়ী লাগছিল তাঁকে ৷