পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aamir Khan Donation For Assam: বন্যায় বিপর্যস্ত অসমের জন্য সাহায্যের হাত বাড়ালেন আমির - aamir khan donates rs 25 lakh towards assam flood relief

বন্যায় বিধ্বস্ত অসম (Aamir Khan Donation For Assam)৷ এই পরিস্থিতিতে এ বার ত্রাণ তহবিলে সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা আমির খান ৷ জানা গিয়েছে, উদ্ধার কার্যে সাহায্যের জন্য় 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি (Aamir Khan donates Rs 25 lakh)৷

Aamir Khan donates Rs 25 lakh
বন্যায় বিপর্যস্ত অসমের জন্য সাহায্য়ের হাত বাড়ালেন আমির

By

Published : Jun 29, 2022, 11:49 AM IST

Updated : Jun 29, 2022, 12:49 PM IST

নয়াদিল্লি, 29 জুন :বন্যায় বিধ্বস্ত হচ্ছে পাহাড়-নদীর রাজ্য় অসম ৷ লাগাতার চলছে উদ্ধারকাজ (Aamir Khan Donation For Assam)৷ ইতিমধ্যেই মৃতের সংখ্য়া একশো ছাড়িয়ে গিয়েছে ৷ প্রায় বাইশটি জেলা এখনও জলের তলায় ৷ ফলত ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় 75 লক্ষ মানুষকে ৷ এই পরিস্থিতিতে এ বার ত্রাণ তহবিলে সাহায্যের জন্য় এগিয়ে এলেন অভিনেতা আমির খান ৷ জানা গিয়েছে, উদ্ধারকাজে সাহায্যের জন্য় 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি ৷

আমির এ ভাবে পাশে এগিয়ে আসায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ এই খবর সোশাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, "প্রখ্যাত বলিউড অভিনেতা আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা অনুদান দিয়ে আমাদের রাজ্যের বন্যা-দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । তাঁর উদ্বেগ এবং উদারতার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা ।"

উদ্ধার কার্যে সাহায্যের জন্য় 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি

আরও পড়ুন : অটলবিহারীর জীবনকাহিনি এবার আসছে বড় পর্দায়

আমির সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি তাঁর অনুরাগীরাও ৷ অসমে কয়েক লক্ষ মানুষ এখনও লড়াই লড়ে চলেছেন বন্যা কবলিত এলাকায় ৷ পানীয় জল-সহ একাধিক সমস্য়ায় ভুগছে অসমবাসী ৷ আর এ বার তাঁদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন মিস্টার পারফেকশনিস্ট ৷ অবশ্য় তিনি একা নন ৷ মুখ্য়মন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাই (Aamir Khan donates Rs 25 lakh)৷

Last Updated : Jun 29, 2022, 12:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details