নয়াদিল্লি, 29 জুন :বন্যায় বিধ্বস্ত হচ্ছে পাহাড়-নদীর রাজ্য় অসম ৷ লাগাতার চলছে উদ্ধারকাজ (Aamir Khan Donation For Assam)৷ ইতিমধ্যেই মৃতের সংখ্য়া একশো ছাড়িয়ে গিয়েছে ৷ প্রায় বাইশটি জেলা এখনও জলের তলায় ৷ ফলত ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় 75 লক্ষ মানুষকে ৷ এই পরিস্থিতিতে এ বার ত্রাণ তহবিলে সাহায্যের জন্য় এগিয়ে এলেন অভিনেতা আমির খান ৷ জানা গিয়েছে, উদ্ধারকাজে সাহায্যের জন্য় 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি ৷
আমির এ ভাবে পাশে এগিয়ে আসায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ এই খবর সোশাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, "প্রখ্যাত বলিউড অভিনেতা আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা অনুদান দিয়ে আমাদের রাজ্যের বন্যা-দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । তাঁর উদ্বেগ এবং উদারতার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা ।"