পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aamir Next Project: কবে ফিরছেন তাঁর নতুন কাজ নিয়ে? মুখ খুললেন আমির - Aamir Next Project

কবে ফিরছেন তাঁর নতুন কাজ নিয়ে? 'ক্য়ারি অন জাট্টা 3' ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে আমির জানালেন তিনি এখন পরিবার নিয়েই বেশি ব্যস্ত ৷

Aamir Next Project
পরিবার নিয়েই বেশি ব্যস্ত ছবি নিয়ে ভাবছেন না জানালেন আমির

By

Published : May 31, 2023, 2:41 PM IST

হায়দরাবাদ, 31 মে: বলিউড সুপারস্টার আমির খান আবার কবে পর্দায় ফিরবেন তা নিয়ে আগ্রহ এখন রীতিমতো তুঙ্গে ৷ ইতিমধ্যেই পরপর দু'টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আমিরের ৷ 'ঠাগস অফ হিন্দোস্তান' ফ্লপ হওয়ার পর সম্প্রতি ফ্লপ হয়েছে তাঁর শেষ প্রজেক্ট 'লাল সিং চাড্ডা'ও ৷ মিস্টার পারফেকশনিস্ট ইতিমধ্য়েই দু'বার সমস্যার মুখে পড়েছেন ৷ এখন দরকার ধামেকাদার একটি কামব্যাক ৷ সম্প্রতি পঞ্জাবি ছবি 'ক্য়ারি অন জাট্টা 3'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হন আমির ৷ সেখানেও তাঁকে একই প্রশ্নের মুখে পড়তে হয় ৷ আগামী ছবির কাজ কবে শুরু করবেন তিনি?

গিপ্পি গ্রেওয়াল, বিন্নু ধিলোঁ, সোনম বাজওয়া, গুরপ্রীত ঘুগি এবং জাসবিন্দর ভাল্লাদের সঙ্গে এমনিতেই আমিরের রসায়ন বেশ ভালো ৷ এদিনও তাই তাঁদের এই নতুন ছবির প্রচারে হাজির হন বলিউডের এই সুপারস্টার ৷ তাঁর নতুন কাজের ক্ষেত্রে অবশ্য় অনুরাগীদের এদিনও একটু আশাহতই করলেন পর্দার লাল সিং ৷ তিনি জানালেন আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ব্যস্ত ৷

তিনি বলেন, "আমি জানি আপনারা সকলেই (আমার আগামী কাজ নিয়ে) জানতে আগ্রহী... আসুন আমি সবার আগে আপনাদের এই প্রশ্নের জবাব দিয়ে রাখি ৷ আমি এখনও পরবর্তী কাজ নিয়ে কোনও ভাবনা চিন্তা করিনি ৷ বর্তমানে আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্য়স্ত ৷ আমি এটা নিয়ে মেতে রয়েছি আর এখন এটাই করতে চাই ৷ মানসিকভাবে তৈরি হয়ে তবেই আবার পরের ছবির কাজে হাত দেব ৷"

আরও পড়ুন:'শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই', কবিতায় প্রধানমন্ত্রীকে তোপ ঋদ্ধির

আমিরের শেষ স্বপ্নের প্রজেক্ট ছিল 'ফরেস্ট গাম্প' ছবির রিমেক হিসাবে তৈরি 'লাল সিং চাড্ডা' ছবিটি ৷ আপাতত ছবিটি রয়েছে নেটফ্লিক্সে ৷ এই ছবিতে অভিনয় করেছেন মোনা সিং, করিনা কাপুর খানরাও ৷ এদিন পঞ্জাবি ছবিকে সমর্থন করতেই তাঁর যে এখানে আসা তাও স্পষ্ট করে দেন আমির ৷ 'ক্য়ারি অন জাট্টা 3' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 29 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details