হায়দরাবাদ, 6 এপ্রিল :বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ৷ বহু প্রতিক্ষিত এই ছবি পর্দায় আসার অপেক্ষায় এখন দিন গুনছেন আমির অনুরাগীরা ৷ এরইমাঝে রণবীর অনুরাগীদের জন্যও মিলতে পারে বড় সুখবর ৷ 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন রণবীর-আমির (Aamir Khan and Ranbir Kapoor Pairing up For Their Next Movie)৷
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির তাঁর নতুন ছবির জন্য কাজ শুরু করতে চলেছেন খুব তাড়াতাড়ি ৷ আর সেই ছবিতেই তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন ঋষি পুত্র ৷ এর আগে 'পিকে' ছবিতে আমিরের সঙ্গে রণবীর কাজ করেছিলেন ঠিকই কিন্তু চরিত্রটি ছিল একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স মাত্র ৷ তবে সেটুকুতেই দর্শকদের মন জয় করে নিতে কোন খামতি রাখেননি রণবীর ৷