পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aamir-Rajkumar Reunion: সাফল্যের সরণিতে ফিরতে ভরসা রাজু হিরানি, পরিচালকের সঙ্গে নয়া প্রজেক্ট নিয়ে আলোচনা পারফেকশনিস্টের - রাজকুমার হিরানিই কি শেষ ভরসা আমিরের

নতুন ছবির জন্য় আরও একবার কি রাজকুমার হিরানির হাত ধরতে চলেছেন আমির খান ৷ বিভিন্ন রিপোর্টে কিন্তু সামনে আসছে তেমনই খবর ৷

Aamir Rajkumar Reunion
রাজকুমার হিরানির সঙ্গে জোট বাঁধছেন আমির

By

Published : Jul 5, 2023, 7:38 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই:রাজকুমার হিরানি এবং আমির খান, নাম দু'টি একসঙ্গে উচ্চারণ করলেই সিনেপ্রেমীদের কানে বেজে ওঠে অতি পরিচিত বিজ্ঞাপনের একটি লাইন 'মন মে লাড্ডু ফুটা' ৷ কারণ এর আগে দু'টি ক্ষেত্রে জুটি বেঁধেছেন আমির-রাজু ৷ আর দু'টি ছবিই (পড়ুন থ্রি ইডিয়টস এবং পিকে) আজ কাল্ট হিসেবে পরিচিত হিন্দি চলচ্চিত্র জগতে ৷ রিপোর্ট বলছে, আরও একবার জুটি বাঁধতে পারেন তাঁরা ৷ প্রায় এক দশক বাদে আবার কি মিলবে দু'জনের হাত? তা অবশ্য় বলে দেবে সময়ই ৷

আমির এবং রাজকুমার এর আগেও বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন ৷ কিন্তু তাঁদের এই আলোচনা এবার সফল হয়েছে বলেই খবর ৷ বেশ কিছু রিপোর্ট এও বলছে, আমিরকে নয়া একটি গল্পের কনসেপ্ট শোনানোর পরেই তিনি নাকি রাজি হয়ে যান ৷ রাজকুমার এখন ব্য়স্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'ডাঙ্কি'র শুটিং নিয়ে ৷ এসআরকে'র ছবিটি মুক্তির পরেই তিনি এই ছবির চিত্রনাট্য়ের কাজে হাত দেবেন বলে জানা গিয়েছে ৷

যদিও কথাবর্তা এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ছবির কাজ শুরু হতে পারে চলতি বছরের শেষেই ৷ আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ কিন্তু এই ছবিও একেবারেই সাফল্য পায়নি বক্স অফিসে ৷ ঠিক যেমন এর আগে 'ঠাগস অফ হিন্দোস্তান'ও বক্স অফিসের দৌড়ে মুখ থুবড়ে পড়ে ৷

আরও পড়ুন:সার্জারির গুজবের পর মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি শাহরুখ

দু'টি ছবির এভাবে ব্যর্থ হওয়ার পর আমির খান কিছুদিন আগেই জানিয়েছিলেন, ছবির জগৎ থেকে তিনি বিরতি নিতে চান কিছুদিনের জন্য় ৷ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে তাঁর হারানো সিংহাসন এবং রাজমুকুট রাজু হিরানি আবার ফিরিয়ে দিতে পারেন বলেই বিশ্বাসী অনুরাগীরা ৷ এই জোট আদৌ ফলপ্রসূ হয় কি না, তা জানতে প্রবল আগ্রহী ফ্যানেরা ৷

ABOUT THE AUTHOR

...view details