হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর:পরিচালক হিসাবে 'ধোবি ঘাট' ছবিতেই তাঁর জাত চিনিয়েছিলেন কিরণ রাও ৷ বঙ্গকন্যা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পৃথিবীকে দেখার চোখ একেবারে আলাদা ৷ এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে নতুন ছবি 'লাপাতা লেডিস' ৷ 'ধোবি ঘাট' ছবির পর এই কাজের জন্য় ফের একবার জুটি বাঁধছেন আমির-কিরণ ৷ যদিও পর্দায় নয়, আমির রয়েছেন প্রযোজনার দায়িত্বে ৷ আগে এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের 3 মার্চ ৷ সেই অনুযায়ী সামনে এসেছিল ছবির টিজারও ৷ কিন্তু ছবির মুক্তির তারিখ এবার পিছিয়ে দিলেন নির্মাতারা ৷
জানা গেল আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে 'লেডিস লাপাতা' ৷ এই ছবির জন্য় প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন কিরণ রাও, আমির খান এবং জ্যোতি দেশপাণ্ডে ৷ জিও স্টুডিয়োর ব্যানারে আগামী বছর 5 জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি ৷ বিবাহ বিচ্ছেদের পরেও বন্ধুত্বে কোনও ছেদ পড়বে না, এমনটাই জানিয়েছিলেন আমির-কিরণ ৷ সেই কথা যে ভুল নয় তার প্রমাণ মিলেছে এর আগেও ৷ বিভিন্ন অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা গিয়েছে কিরণ রাওকে ৷