জাওয়াই (রাজস্থান), 30 ডিসেম্বর:বছরের শেষদিনগুলিতেরাজস্থানের জাওয়াইতে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)৷ তবে নতুন বছর শুরুর আগেই তাঁরা মুম্বই ফিরলেন ৷ শুক্রবার তাঁদের মরুশহরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন ভিকি ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউডের এই অভিনেতা তুলে ধরেছেন তাঁর ও তাঁর বেটারহাফের রাজস্থান ডায়েরি ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা এবং ভিকি শীতের জ্যাকেট পরে স্টাইলিশ পোজ দিয়ে সেলফি তুলেছেন । দুজনকে অপূর্ব সূর্যাস্ত উপভোগ করতেও দেখা যায় । অপর একটি ছবিতে ভিকিকে তাঁর সামনে ক্যাকটাস রেখে শার্টলেস পোজ দিতে দেখা গিয়েছে । ছবিগুলি শেয়ার করে ভিকি ক্যাপশনে লিখেছেন, "খাম্মা ঘানি।"
ভিকি এবং ক্যাটরিনার জীবনে একটি বিশেষ জায়গা রয়েছে রাজস্থানের ৷ গত বছর 9 ডিসেম্বর সেখানকার সওয়াই মাধোপুরের ফোর্ট বারবারার সিক্স সেন্স রিসোর্টে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷