পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD R Madhavan: সমস্যায় ফেলেছিল 'শিশুদের মতো চোখ', জন্মদিনে ফিরে দেখা মাধবন-কথা - চোখের কারণেই ছবি থেকে বাদ পড়েন মাধবন

তাঁর 'চোখ নাকি শিশুদের মতো' সেই কারণেই মণিরত্নমের ছবি থেকে বাদ পড়েছিলেন আর মাধবন ৷ জন্মদিনে ফিরে দেখা অভিনেতার প্রথম অডিশনের গল্প ৷

HBD R Madhavan
জন্মদিনে ফিরে দেখা মাধবনের প্রথম অডিশনের গল্প

By

Published : Jun 1, 2023, 11:26 AM IST

Updated : Jun 1, 2023, 12:38 PM IST

হায়দরাবাদ, 1 জুন:আর মাধবনের কথা বললেই দু'টি চরিত্রের নাম সবার আগে মাথায় আসে। তা হল ম্যাডি এবং ফরহান । এই দু'টি চরিত্র ভিন্ন স্বাদের হলেও ইন্ডাস্ট্রি শুরুটা তিনি করেছিলেন একেবারে 'চকলেট হিরো' হিসাবেই ৷ তাঁর পাগল করা হাসি যে কত মহিলাকে ঘায়েল করেছে তার ইয়ত্তা নেই। আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন পর্দার ম্যাডি ৷ আসুন আজকের এই বিশেষ দিনে ফিরে দেখি মাধবনের জীবনের কিছু গল্প ৷

1997 সালে 'ইনফার্নো' ছবির হাত ধরে প্রথমবার বড় পর্দায় পা রাখেন মাধবন ৷ রবি নামের এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ যদিও তার আগেই টেলিভিশনের হাত ধরে সঞ্চালনা এবং অভিনয়ে অভিষেক হয়ে গিয়েছে তাঁর ৷ তবে সবকিছু ঠিক থাকলে মণিরত্নমের হাত ধরেই প্রথম রূপোলি পর্দায় পা রাখতে পারতেন বিহারে বড় হওয়া এই অভিনেতা ৷ সেটা হয়নি ঠিকই তবে প্রথমবার তাঁর টেলিভিশনে কাজের সুযোগও আসে মণিরত্নমের ছবি থেকে বাদ পড়ার পরই ৷

চারবার দক্ষিণী ফিল্ম ফেয়ার পুরস্কার জয়ী অভিনেতা প্রথম অডিশনে বাদ পড়েছিলেন অদ্ভুত কারণে ৷ সালটা 1997 ৷ মণিরত্নমের 'ইরুভার' ছবির জন্য় অডিশন দিতে গিয়েছিলেন মাধবন ৷ কিন্তু পরিচালকের মাধবনকে পছন্দ হয়নি ৷ তবে পছন্দ না হওয়ার কারণ অবশ্য তাঁর অভিনয় নয় । পরিচালক মাধবনকে বাদ দেন অন্য় কারণে ৷ বিভিন্ন রিপোর্টের দাবি মণিরত্নমের মনে হয়েছিল মাধবনের চোখ দুটো শিশুদের মতো ৷ আর তিনি যে চরিত্রে ভাবছেন তার জন্য় অভিনেতার বয়স আরও বেশি হওয়া প্রয়োজন ৷

পরে অবশ্য় এই সরল চোখ আর প্রাণ খোলা হাসিই হয়ে ওঠে মাধবনের ইউএসপি ৷ 1999 সালে তাঁকে মণিরত্নমই ডেকে পাঠান তাঁর রোম্যান্টিক কমেডি 'আলায়পায়ুথে'র জন্য ৷ আর ঠিক দু'বছর পর কেরিয়ারের আরও এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ান মাধবন। গৌতম বাসুদেব মেননের পরিচালিত 'ব়্যাহেনা হ্য়ায় তেরে দিল মে'-তে অভিনয় করার সুযোগ পান তিনি । তাঁর কাজ দর্শকদের দারুণ ভালো লাগে । এই ছবির প্রভাব এতটাই বেশি ছিল যে অনেকের কাছে অভিনেতার নাম 'ম্যাডি' হয়ে যায় । এই হিন্দি ছবিটি অবশ্য তামিল ছবি 'মিনালে'র হিন্দি রিমেক ৷ মাধবনের পাশাপশি দিয়া মির্জা, সইফ আলি খান, অনুপম খেরদের অভিনয় এই ছবিকে যে বলিউডের অন্যতম একটি কাল্ট ছবিতে পরিণত করেছিল তা বলাই বাহুল্য ৷

এরপর 'রং দে বাসন্তি', 'গুরু', 'থ্রি ইডিয়টস', 'তন্নু ওয়েডস মন্নু', 'তন্নু ওয়েডস মন্নু রিটার্নস', 'জোরি ব্রেকার্স'-এর মতো একাধিক জনপ্রিয় হিন্দি ছবি দর্শকদের উপহার দিয়েছেন মাধবন ৷ বিশেষত 2009 সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানীর 'থ্রি ইডিয়টস' ছবিতে তিনি যেভাবে আমির খান এবং শরমন জোশির সঙ্গে পর্দায় টক্কর দিয়েছেন তা সমস্ত বিচারেই অনবদ্য ৷ ছবিতে একইসঙ্গে যেমন তিনি হাসিয়েছেন তেমনই আবার কাঁদিয়েছেনও ৷
আরও পড়ুন:কেকে র মৃত্যুর এক বছর পরেও ফের ট্রোলের মুখে রূপঙ্কর

সম্প্রতি দক্ষিণ ভারতের ছবি 'বিক্রম বেদা'র জন্য় যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা । আবার পরিচালক হিসাবেও সকলের নজর কেড়েছেন তিনি ৷ গতবছর 2022 কান ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছিল তাঁর ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ৷ এই ছবিতে তিনি নিজেই অভিনয় করেছেন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের চরিত্রে ৷ তাঁর এই ছবির জন্য় সম্প্রতি তিনি পেয়েছেন আইফা পুরস্কারও ৷

Last Updated : Jun 1, 2023, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details