পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চলচ্চিত্র উৎসবে প্রশংসিত রাজস্থানী ছবি 'আ বয় হু ড্রিমট অফ ইলেকট্রিসিটি' - চলচ্চিত্র উৎসব

29th KIFF 2023: জমে উঠেছে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সকাল থেকে রাত প্রতিদিনই সিনেপ্রেমীদের ভিড় নজরকাড়া ৷ মন কাড়ছে বিদেশি ছবি থেকে আঞ্চলিক ছবিও ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবে 'আ বয় হু ড্রিমট অফ ইলেকট্রিসিটি'

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:41 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মন কেড়েছে 'আ বয় হু ড্রিমট অফ ইলেক্ট্রিসিটি'। 6 তারিখ নন্দন 2-তে সকাল 11টায় প্রদর্শিত হয় এই ছবি ৷ রাজস্থানী পরিচালক জিগর মদনলাল নাগদার এই ছবি প্রদর্শিত হতে চলেছে 11 ডিসেম্বরও ৷

রবীন্দ্র ওকাকুরা ভবনে দুপুর 1:30 মিনিটে দেখানো হবে 'আ বয় হু ড্রিমট অফ ইলেক্ট্রিসিটি'। ছবির গল্প তৈরি হয়েছে এলাকায় বিদ্যুতের আলো পৌঁছনো নিয়ে ৷ পরিচালক জানিয়েছেন, পৃথিবীকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে প্রযুক্তির মায়াজাল। অথচ পৃথিবীর এক প্রান্তে পড়ে রয়েছে একটি ঘর। যেখানে আজও পৌঁছয়নি বিদ্যুতের আলো। এই কারণে পরিবারের এক আদিবাসী তরুণের বিয়ের স্বপ্ন ভেঙে যায়।

তারপর কী হয়, কোথায় গিয়ে থামে আদিবাসী তরুণের লড়াই ৷ তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ ছবিটি তৈরি হয়েছে মেওয়ারি ভাষায়। রাজস্থানী পরিচালক জিগর মদনলাল নাগদা জানান এই ছবি আসলে মানুষের লড়াইয়ের কথা বলে। এই লড়াই নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই।

পরিচালক গত দশ বছর ধরে ভারতীয় সিনেমার সঙ্গে জড়িত। তিনি সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন অনুরাগ কাশ্যপ, অনির এবং মণীশ গুপ্ত'র সঙ্গে ৷ জিগার পরিচালিত প্রথম ফিচার ফিল্ম 'আই লাভ ইউ ঐশ্বর্য'। ছবিটি 2021 সালে তৈরি হয়। প্রযোজনা সংস্থা 'উদয়পুর পিকিচার্স' পরিচালক জিগর মদনলালের তৈরি। এই সংস্থার প্রযোজনায় বহু ছবি ও ডকুমেন্টরি এসেছে। এই প্রযোজনা সংস্থাই বিভিন্ন ক্যাটাগরিতে কুড়িটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে।

2023 সালে নির্মিত 'আ বয় হু ড্রিমট অফ ইলেকট্রিসিটি' সব মিলিয়ে 72 মিনিটের ছবি। মেওয়ারি ভাষার এই ছবির সঙ্গীত পরিচালনায় কেশব কুন্দল। সম্পাদনায় দেবীয়েস সোনাভানিয়া। প্রযোজক জিগার মদনলাল নাগদা। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বছরও চলচ্চিত্র উৎসবে সিনেপ্রেমীদের ভিড় নজরকাড়া ৷ এই শহরকে 'চলচ্চিত্রের দরদী' শহর বলেছেন 'নোনা পানি'র পরিচালক সৈয়দা নিগার বানু। আর তার প্রমাণ মিলছে প্রতিদিন।

আরও পড়ুন:

1. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ'

2.'আমার গল্প শাহরুখ-সলমন নয়, আমাকেই বলতে হবে'; স্পষ্ট বার্তা ছবি বানানোর জেদে সংসারের স্বপ্ন ত্যাগ করা পরিচালক সৈয়দার

3.তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়, ফের শোকজ নোটিশ শাহরুখ-অক্ষয়-অজয়কে

ABOUT THE AUTHOR

...view details