পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

74th Republic Day: জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে বলিউডের এই ছবিগুলি - 74তম সাধারণতন্ত্র দিবস

যাঁরা সাধারণতন্ত্র দিবসে (74th Republic Day) বাড়িতে বসে সপরিবারে ফিল্ম দেখে জাতীয়তাবোধে আরও উদ্বুদ্ধ হতে চান, তাঁদের জন্য রইল একটি তালিকা ৷ যেখানে বলিউডের দেশপ্রেমের অনুভূমি জাগানো কয়েকটি ছবির নাম দেওয়া রইল ৷

Bollywod patriotic movies ETV Bharat
বলিউডে ফিল্মে দেশপ্রেম

By

Published : Jan 25, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: বৃহস্পতিবার দেশের 74তম সাধারণতন্ত্র দিবস (74th Republic Day)৷ 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে চিহ্নিত করে 26 জানুয়ারি ৷ চলচ্চিত্রেও বারবার এসেছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের গল্প ৷ ছুটির এই দিনে সপরিবারে বাড়িতে বসে জাতীয়তাবাদে আরও উদ্বুদ্ধ হতে চান ? তাহলে আপনাদের জন্য রইল কয়েকটি চলচ্চিত্রের তালিকা ৷ যে গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরবে দেশনায়কদের বীরগাথা (Bollywod Patriotic Movies)৷

'স্বদেশ'

স্বদেশ

চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকারের পরিচালনায় শাহরুখ খান এই ছবিতে তাঁর সেরা অভিনয়ের নিদর্শন রেখেছেন (Swades)। প্লটটি আবর্তিত হয়েছে কীভাবে একজন নাসার বিজ্ঞানী তাঁর মাতৃভূমির প্রেমে পড়েন তা নিয়ে । তিনি ভারতে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন এবং তাঁর শৈশবের জন্মস্থানের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেন । এই ছবির গান 'ইয়ে জো দেস হ্যায় তেরা' হৃদয়কে দেশপ্রেমের অনুভূতিতে পূর্ণ করে । এই ছবি আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে ৷

'রং দে বসন্তী'

রং দে বসন্তী

আমির খান, আর মাধবন, কুণাল কাপুর, সোহা আলি খান এবং সিদ্ধার্থ অভিনীত ছবিটি প্রায় 17 বছর আগে মুক্তি পেয়েছিল (Rang De Basanti)৷ ঘনিষ্ঠ বন্ধুদের একটি দলের সফর ঘিরে গল্প ৷ কর্তৃপক্ষকে তাঁরা প্রশ্ন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছিল । চন্দ্র শেখর আজাদ এবং ভগৎ সিং-এর মতো স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এই চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

আরও পড়ুন:'পাঠান' জ্বরে তেতে উঠেছে কলকাতা থেকে পেরু

'এয়ারলিফট'

এয়ারলিফট

অক্ষয় কুমার এবং নিমরত কৌর অভিনীত এয়ারলিফটে (Airlift) কুয়েতে আটকে পড়া একজন সফল ব্যবসায়ীর গল্প দেখানো হয়েছে ৷ ইরাক যখন আক্রমণ করেছিল তখন হাজার হাজার ভারতীয় যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছিল । মুভিটির গল্পটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত ৷ কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার হওয়া ও বাড়িতে আনার আগে ভারতীয় নাগরিকরা কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেনর তার একটি বাস্তব চিত্র চিত্রিত হয়েছে এই ছবিতে ।

'রাজি'

রাজি

হরিন্দর সিং সিকার উপন্যাস 'কলিং সেহমত' থেকে গৃহীত গল্পটি (Raazi)৷ মেঘনা গুলজারের পরিচালনায় রাজিতে একটি তরুণ কাশ্মীরি মেয়ে সেহমত খানের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে ৷ সে বিয়ে করে ইকবাল সৈয়দকে, যে একজন পাকিস্তানি সেনা অফিসার (ভিকি কৌশল) ৷ এরপর ভারতীয় গুপ্তচর হয়ে পাকিস্তানে চলে যায় সেই কন্যা । পাকিস্তান থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করে তাঁর দেশকে সাহায্য করে সে ৷

'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক

ভিকি কৌশল এবং ইয়ামি গৌতম অভিনীত এই ফিল্ম নিঃসন্দেহে সাধারণতন্ত্র দিবসে দেখার মতো সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি (Uri: The Surgical Strike)। এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি ৷ পুলওয়ামা হামলার পরে সন্ত্রাসবাদীদের উপর ভারতের পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে । এই ছবি জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ৷ এটি ছিল একটি ব্লকবাস্টার ৷

'শেরশাহ'

শেরশাহ

বিষ্ণুভারধন পরিচালিত 'শেরশাহ' (Shershaah) পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷ যিনি 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কাছ থেকে ভারতীয় এলাকাগুলি পুনরুদ্ধার করার সময় জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন । 2021 সালে 12 আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রকাশিত এই ছবি জনমানসে সাড়া ফেলে দিয়েছিল ৷ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী ৷

দেশকে যথাযথ সম্মান দিতে এবং দর্শকদের মধ্যে দেশাত্মবোধ আরও জাগ্রত করার ক্ষেত্রে চলচ্চিত্র শিল্প কখনওই পিছিয়ে নেই । আর এই মুভিগুলিই তার প্রমাণ ।

ABOUT THE AUTHOR

...view details