হায়দরাবাদ, 14 মার্চ: 'পারফেকশন' শব্দটিকে বলিউডে জনপ্রিয় করেছেন যে খান, তিনি যে আমির তা আর নতুন করে বলে দিতে হয় না ৷ সম্প্রতি অবশ্য় তেমন বড় হিটের মুখ দেখেননি 'মিস্টার পারফেকশনিস্ট' ৷ বরং একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর ৷ গত বছর এই তালিকায় যুক্ত হয়েছে আমির-করিনার স্বপ্নের প্রজেক্ট 'লাল সিং চাড্ডা'র নামও ৷ তবে আজও অনুরাগীদের আশা, ফিনিক্স পাখির মতোই আবারও নতুন রূপে ফিরবেন পর্দার পিকে ৷ কামব্যাক এর আগেও করেছেন আমির ৷ 'বাজি', 'আতঙ্ক হি আতঙ্ক'-এর মতো ফ্লপ ছবির পর সেই 1995 সালেই 'রঙ্গিলা'র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ উদাহরণ রয়েছে সাম্প্রতিক অতীতেও ৷ 2011 সালে 'ধোবি ঘাট' ছবিটি মন কাড়তে পারেনি দর্শকের ৷ এরপর সেভাবে বিরাট সাফল্য় পায়নি 'তলাশ'ও ৷ কিন্তু এরপরেই 'ধুম 3' ছবির হাত ধরে আবার মসনদে কামব্যাক করেছেন আমির ৷ আজ জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন আমির খান ৷ আসুন দেখে নেওয়া যাক তাঁর এমন পাঁচটি ছবি যা কাল্ট হয়ে গিয়েছে বলিউডে (Best Films of Aamir Khan) ৷
লগান:পরিচালক আশুতোষ গোয়ারিকরের হাত ধরে 'লগান: ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া' ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে ৷ এই ছবিতে ভুবন নামের এক গ্রাম্য় যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন আমির ৷ ইংরেজদের জুলুম থেকে মুক্তির একমাত্র উপায় যেখানে হয়ে ওঠে ক্রিকেট ৷ ভুবন এবং তার দলের লড়াই ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন ৷ এই ছবি সেসময় বক্স অফিসে হিট তকমা তো পেয়েছিলই পাশাপাশি অস্কারের লড়াইয়েও ছিল এই ছবি ৷ যদিও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি আমিরের এই স্পোর্টস ড্রামা ৷
তারে জমিন পর:এরপর আমিরের সুপারহিট ছবির কথা বলতে হলে ফ্যানেরা অনেকেই বলবেন 'ফানা' কিম্বা 'রং দে বাসন্তী' ছবির কথা । কিন্তু যেভাবে দর্শকদের মনে প্রভাব বিস্তার করেছিল আমির-দর্শিল জুটির 'তারে জমিন পর', এই ছবিকে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না ৷ আমির এবার নিজেই অমল গুপ্তেকে সঙ্গে নিয়ে পরিচালনায় পা রাখেন ৷ ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক কিশোর যে জীবনে একেবারে কোনঠাসা হয়ে পড়েছে তাকে পথ দেখানোর এই গল্প মন ছুঁয়ে গিয়েছিল সমালোচকদেরও ৷ 2007 সালের এই ছবি যে পরবর্তীতে বলিউডে এ ধরনের বিষয় নিয়ে ছবি তৈরিতে উৎসাহ দিয়েছে তা বলাই বাহুল্য ৷