পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Aamir Khan: আরও এক বসন্ত পার, জন্মদিনে এক নজরে আমিরের সেরা পাঁচ - জন্মদিনে এক নজরে আমিরের সেরা পাঁচ

আরও একবছর বুড়িয়ে গেলেন সুপারস্টার আমির খান ৷ তাঁর জন্মদিনে আসুন ফিরে দেখি এমন কিছু ছবি যা কাল্ট ছবি হিসাবে জায়গা করে নিয়েছে সিনেমার ইতিহাসে (Best Films of Aamir Khan) ৷

HBD Aamir Khan
আমিরের জন্মদিনে ফিরে দেখা তাঁর সেরা পাঁচ ছবি

By

Published : Mar 14, 2023, 11:22 AM IST

হায়দরাবাদ, 14 মার্চ: 'পারফেকশন' শব্দটিকে বলিউডে জনপ্রিয় করেছেন যে খান, তিনি যে আমির তা আর নতুন করে বলে দিতে হয় না ৷ সম্প্রতি অবশ্য় তেমন বড় হিটের মুখ দেখেননি 'মিস্টার পারফেকশনিস্ট' ৷ বরং একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর ৷ গত বছর এই তালিকায় যুক্ত হয়েছে আমির-করিনার স্বপ্নের প্রজেক্ট 'লাল সিং চাড্ডা'র নামও ৷ তবে আজও অনুরাগীদের আশা, ফিনিক্স পাখির মতোই আবারও নতুন রূপে ফিরবেন পর্দার পিকে ৷ কামব্যাক এর আগেও করেছেন আমির ৷ 'বাজি', 'আতঙ্ক হি আতঙ্ক'-এর মতো ফ্লপ ছবির পর সেই 1995 সালেই 'রঙ্গিলা'র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ উদাহরণ রয়েছে সাম্প্রতিক অতীতেও ৷ 2011 সালে 'ধোবি ঘাট' ছবিটি মন কাড়তে পারেনি দর্শকের ৷ এরপর সেভাবে বিরাট সাফল্য় পায়নি 'তলাশ'ও ৷ কিন্তু এরপরেই 'ধুম 3' ছবির হাত ধরে আবার মসনদে কামব্যাক করেছেন আমির ৷ আজ জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন আমির খান ৷ আসুন দেখে নেওয়া যাক তাঁর এমন পাঁচটি ছবি যা কাল্ট হয়ে গিয়েছে বলিউডে (Best Films of Aamir Khan) ৷

লগান:পরিচালক আশুতোষ গোয়ারিকরের হাত ধরে 'লগান: ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া' ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে ৷ এই ছবিতে ভুবন নামের এক গ্রাম্য় যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন আমির ৷ ইংরেজদের জুলুম থেকে মুক্তির একমাত্র উপায় যেখানে হয়ে ওঠে ক্রিকেট ৷ ভুবন এবং তার দলের লড়াই ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন ৷ এই ছবি সেসময় বক্স অফিসে হিট তকমা তো পেয়েছিলই পাশাপাশি অস্কারের লড়াইয়েও ছিল এই ছবি ৷ যদিও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি আমিরের এই স্পোর্টস ড্রামা ৷

তারে জমিন পর:এরপর আমিরের সুপারহিট ছবির কথা বলতে হলে ফ্যানেরা অনেকেই বলবেন 'ফানা' কিম্বা 'রং দে বাসন্তী' ছবির কথা । কিন্তু যেভাবে দর্শকদের মনে প্রভাব বিস্তার করেছিল আমির-দর্শিল জুটির 'তারে জমিন পর', এই ছবিকে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না ৷ আমির এবার নিজেই অমল গুপ্তেকে সঙ্গে নিয়ে পরিচালনায় পা রাখেন ৷ ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক কিশোর যে জীবনে একেবারে কোনঠাসা হয়ে পড়েছে তাকে পথ দেখানোর এই গল্প মন ছুঁয়ে গিয়েছিল সমালোচকদেরও ৷ 2007 সালের এই ছবি যে পরবর্তীতে বলিউডে এ ধরনের বিষয় নিয়ে ছবি তৈরিতে উৎসাহ দিয়েছে তা বলাই বাহুল্য ৷

থ্রি ইডিয়টস:মাত্র 2 বছরের মধ্য়েই আমির যে আবার একটি কালজয়ী ছবি উপহার দেবেন তা হয়তো কেউই ভাবেননি ৷ আমির-করিনা জুটিকে নিয়ে সেই স্বপ্নই পূরণ করলেন রাজকুমার হিরানি ৷ তৈরি হল 'থ্রি ইডিয়টস' ৷ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের নিয়ে তৈরি এই কাহিনিতে উঠে এল ছাত্র জীবনের যন্ত্রণার কথা ৷ উঠে এল যান্ত্রিকতা আর সৃজনশীলতার পার্থক্যের কথা ৷ আজও ছাত্রজীবন নিয়ে তৈরি বহু সিরিজ বহু ছবিতে রয়েছে রাজকুমারের এই ছবির ছায়া ৷

পিকে:সালটা ছিল 2014 ৷ এর ঠিক আগের বছরই অ্য়াকশন অবতারে 'ধুম 3' ছবির হাত ধরে পর্দায় শোরগোল ফেলেছেন আমির ৷ আবার তাঁর নতুন ছবির জন্য আমিরকেই বেছে নিলেন রাজকুমার ৷ চিত্রনাট্যও একেবারে অন্যরকম ৷ কোথায় 'ধুম 3' ছবির দুরন্ত অ্য়াকশন আর কোথায় রাজকুমারের ছবিতে অন্য দুনিয়া থেকে আসা এক এলিয়ানের চরিত্রে নিজেকে মানিয়ে নিলেন আমির ৷ 122 কোটি টাকার বাজেটে তৈরি 'পিকে' বক্স অফিসে আয় করল প্রায় 770 কোটি টাকা ৷

দঙ্গল:ঠিক দু'বছরের বিরতি আবারও একটি দুরন্ত কাহিনি নিয়ে হাজির হলেন আমির খান ৷ খেলা নিয়ে তৈরি ছবি পছন্দ করেন ভারতীয় সিনে অনুরাগীরা একথা ঠিক কিন্তু আমির এক্ষেত্রেও বেছে নিলেন শক্ত পিচ, আমিরের গল্পের কেন্দ্রে রইল মহিলা কুস্তি ৷ গীতা, ববিতাদের কথা সারা বিশ্বের কাছে এই ছবি ঠিক কতটা সুন্দরভাবে পৌঁছে দিয়েছিল তা আর না বললেও চলে ৷ পরিচালক নীতেশ তিওয়ারির এই ছবি সাফল্য পেয়েছিল বক্স অফিসেও ৷ ভারতে তো 500 কোটি বটেই সারা বিশ্ব জুড়ে এই ছবি আয় করেছিল প্রায় 1357 কোটি টাকা ৷

আরও পড়ুন:কমেডির মুচমুচে স্বাদ নিয়ে শুরু হল 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'

ABOUT THE AUTHOR

...view details