পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Debina Second Pregnancy প্রথম সন্তানের চারমাসের মধ্যেই ফের মা হতে চলেছেন দেবিনা - Debina Bonnerjee Gurmeet Choudhary

মাত্র চারমাস আগেই প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ফের গুরমিত দেবিনার ঘরে আসতে চলেছে নতুন সদস্য (Debina Bonnerjee Gurmeet Choudhary second child )৷

Debina Second Pregnancy
মাত্র চারমাস আগেই প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়

By

Published : Aug 16, 2022, 1:39 PM IST

Updated : Aug 16, 2022, 3:43 PM IST

মুম্বই, 16 অগস্ট:মাত্র চারমাস আগেই প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ফের একবার অনুরাগীদের একটি বড় সুখবর জানালেন তিনি ৷ আরও একবার মা হতে চলেছেন এই অভিনেত্রী ৷ সম্প্রতি স্বামী গুরমিত চৌধুরির সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফের তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছেন তিনি (Debina Bonnerjee Gurmeet Choudhary to welcome second child) ৷

মঙ্গলবার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে স্বামী গুরমিতের সঙ্গে দেখা গিয়েছে তাঁর প্রথম সন্তানকেও ৷ ফ্যানেদের কাছে বেশ অপ্রত্যাশিত ছিল এই খবর ৷ দেবিনাও জানিয়েছেন এই সন্তানের বিষয়ে সেভাবে পরিকল্পনা ছিলনা তাঁদের ৷ তিনি ছবির ক্য়াপশনে লেখেন, "কয়েকটি সিদ্ধান্ত একেবারেই ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং কোনও কিছুই তার পরিবর্তন করতে পারে না... এটি এমন একটি আশীর্বাদ... যা শীঘ্রই আমাদের পরিবারকে সম্পূর্ণ করতে আসছে । আমাদের দ্বিতীয় সন্তান ৷"

আরও পড়ুন:বিয়ের ছয় বছর পর মা হতে চলেছেন বিপাশা

এই পোস্ট ভাইরাল হতে না হতেই সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন ৷ তাসনিম নেরুরকার, মাহি ভিজ, টিনা দত্ত, তানভি ঠক্কর এবং ইন্ডাস্ট্রির আরও অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন দেবিনার জন্য ৷ প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে প্রথমবার নিজের মাতৃত্বের খবর সকলকে জানিয়েছিলেন দেবিনা ৷ এরপর এপ্রিলে তাঁদের ঘরে আসে প্রথম কন্যা সন্তান ৷

Last Updated : Aug 16, 2022, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details