মুম্বই, 16 অগস্ট:মাত্র চারমাস আগেই প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ফের একবার অনুরাগীদের একটি বড় সুখবর জানালেন তিনি ৷ আরও একবার মা হতে চলেছেন এই অভিনেত্রী ৷ সম্প্রতি স্বামী গুরমিত চৌধুরির সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে ফের তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছেন তিনি (Debina Bonnerjee Gurmeet Choudhary to welcome second child) ৷
মঙ্গলবার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে স্বামী গুরমিতের সঙ্গে দেখা গিয়েছে তাঁর প্রথম সন্তানকেও ৷ ফ্যানেদের কাছে বেশ অপ্রত্যাশিত ছিল এই খবর ৷ দেবিনাও জানিয়েছেন এই সন্তানের বিষয়ে সেভাবে পরিকল্পনা ছিলনা তাঁদের ৷ তিনি ছবির ক্য়াপশনে লেখেন, "কয়েকটি সিদ্ধান্ত একেবারেই ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং কোনও কিছুই তার পরিবর্তন করতে পারে না... এটি এমন একটি আশীর্বাদ... যা শীঘ্রই আমাদের পরিবারকে সম্পূর্ণ করতে আসছে । আমাদের দ্বিতীয় সন্তান ৷"