পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akhil Mishra: প্রয়াত 'থ্রি ইডিয়টস'-খ্যাত অখিল মিশ্র, লাইব্রেরিয়ান দুবেকে হারিয়ে শোকাহত সিনে অনুরাগীরা - প্রয়াত অভিনেতা অখিল মিশ্র

Akhil Mishra Passes Away : প্রয়াত অভিনেতা অখিল মিশ্র ৷ 'থ্রি ইডিয়টস' খ্যাত এই অভিনেতার মৃত্যু হয় বারান্দা থেকে পা পিছলে নীচে পড়ে গিয়ে ৷ এমনটাই অনুমান পুলিশের ৷ প্রতিভাবান এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷

Akhil Mishra
প্রয়াত থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা অখিল মিশ্র

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 2:04 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর:প্রয়াত 'থ্রি ইডিয়টস'-খ্যাত অভিনেতা অখিল মিশ্র ৷ এক মর্মান্তিক দুর্ঘটনায় বলিউড হারাল আরও এক প্রতিভাবান অভিনেতাকে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর ৷ রাজকুমার হিরানীর ছবিতে তিনি অভিনয় করেছিলেন লাইব্রেরিয়ান দুবের চরিত্রে ৷ চতুর রামালিঙ্গমের জন্য শিক্ষক দিবসের বক্তৃতার বদলে দেওয়া লাইব্রেরিয়ানের পরবর্তী হাল কী হয়, তা সবারই জানা ৷ তাঁর অসহায় মুখটি হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল অনেকেরই ৷ তবে এই ছোট্ট চরিত্রেও অখিল প্রমাণ করে দিয়েছিলেন তাঁর অভিনয় দক্ষতা ৷ তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড ৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, বেশকিছু দিন ধরেই তিনি রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন ৷ এদিন রান্নাঘরে কিছু কাজ করার সময় পড়ে যান অভিনেতা ৷ মাথায় চোটও পান ৷ তারপর বারান্দা থেকে পা পিছলে নীচে পড়ে যান তিনি ৷ খবর বলছে দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই কিন্তু শেষ রক্ষা হয়নি ৷

দুর্ঘটনার সময় তাঁর স্ত্রী সুজান বার্নেটও বাড়িতে ছিলেন না ৷ শুটিংয়ের জন্য় তিনি ছিলেন হায়দরাবাদে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করার পর খবর যায় অভিনেতার স্ত্রী'য়ের কাছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান বারান্দা থেকে নীচে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে অভিনেতার ৷ তবে এর মধ্যে অন্য কোনও রহস্য় আছে কি না, তা খতিয়ে দেখছে তারা ৷

আরও পড়ুন:দীপিকাকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে ছেঁটে ফেলা হয়েছে তাঁর দৃশ্য, অ্যাটলির প্রতি ক্ষুব্ধ নয়নতারা

অভিনয়ের কথা বলতে গেলে ছোটপর্দায় একাধিক কাজ করেছেন অখিল মিশ্র ৷ 'সিআইডি', 'শ্রীমান শ্রীমতি', 'ভারত এক খোঁজ', 'রজনী' এবং 'কসৌটি জিন্দেগী কী'র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি ৷ বড়পর্দাতেও বেশকিছু কাজ করে ফেলেছেন অখিল ৷ 'থ্রি ইডিয়টস' ছাড়াও তাঁর ঝুলিতে শাহরুখের 'ডন' ছবিটি ৷ এছাড়া 'হাজারো খোয়াইশে অ্যায়সি' ছবিতেও অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details