পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

15 years of Deepika Padukone: দীপিকার অভিনয় জীবনের 15 বছর পূর্তি, সেলিব্রেশনের মুডে ভক্তরা - দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) অভিনয় জীবনের 15 বছর পূর্তিতে (15 years of Deepika Padukone) সেলিব্রেশনের মুডে রয়েছেন ভক্তরা ৷ সোশ্যাল মিডিয়ায় আজ দিনভর দীপিকাকে নিয়ে নানা চর্চা চলেছে ৷

15 years of Deepika Padukone: Her Fans celebrate her glorious journey
দীপিকার অভিনয় জীবনের 15 বছর পূর্তি, সেলিব্রেশনের মুডে ভক্তরা

By

Published : Nov 9, 2022, 7:58 PM IST

মুম্বই, 9 নভেম্বর: 15 বছর আগে (15 years of Deepika Padukone) মেগা বাজেটের রোমান্টিক ড্রামা 'ওম শান্তি ওম' দিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)৷ এর পর বছরের পর বছর ধরে তাঁর দুরন্ত অভিনয় ও ফ্যাশন স্টেটমেন্ট মুগ্ধ করেছে দর্শকদের ৷ কেরিয়ার শুরুর 15 বছর পর তিনি বলিউডের শীর্ষ তালিকাভুক্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ৷ এই বিশেষ দিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করে শুভেচ্ছা জানালেন ভক্তরা ৷

বলিউডের বাদশার সঙ্গে তাঁর আত্মপ্রকাশ ৷ শাহরুখ খান ছিলেন তাঁর ফিল্মের প্রথম হিরো ৷ ফারাহ খানের 'ওম শান্তি ওম'-এ শান্তি প্রিয়া, 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-তে নয়না তলওয়ার এবং সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি'-তে সাহসী রানি মস্তানি - দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে ৷ এরপর দেশের সীমানা ছাড়িয়ে পাড়ি জমিয়েছেন বিদেশের মাটিতেও ৷ 2017 সালে অ্যাকশন থ্রিলার ফিল্ম 'এক্সএক্সএক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ'-এ অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে তাঁর হলিউডে অভিষেক হয় ।

আজ যখন তিনি সিনেমার জগতে 15 বছর পূর্ণ করছেন, তখন তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়েই মজে রয়েছেন ৷

দীপিকার অভিনয় জীবনের 15 বছর
দীপিকার অভিনয় জীবনের 15 বছর
দীপিকার অভিনয় জীবনের 15 বছর

দীপিকা প্রায় ছয় বছর ধরে ডেট করার পর 2018 সালে অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং তাঁরা ভক্তদের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন ৷ সোশ্যাল মিডিয়াতে একে অপরের প্রতি ভালোবাসার নিদর্শন রাখেন মাঝেমধ্যেই ৷

আরও পড়ুন:ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা, জোর চর্চা সোশ্যালে

দীপিকাকে পরবর্তীতে তাঁর প্রথম সহ-অভিনেতা শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র 'পাঠান'-এ দেখা যাবে । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি 25 জানুয়ারি, 2023-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷ তা ছাড়াও প্রজেক্ট কে-তে তাঁকে দক্ষিণী অভিনেতা প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে এবং সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি 'ফাইটার'-এর হৃতিক রোশন এবং অনিল কাপুরের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ৷

ABOUT THE AUTHOR

...view details