মুম্বই, 24 ডিসেম্বর: 2023 সালে বিগ বাজেটের অনেক ছবিই বক্সঅফিসে দুর্দান্ত ফল করেছে ৷ প্রথম সারির তারকা হিসাবে শাহরুখ খান, সলমন খানতো রয়েছেনই, কামাল দেখিয়েছেন রণবীর কাপুরও ৷ তবে খুব সাধারণ মানুষের অসাধারণ গল্প এইভাবে দর্শকদের মন ছুঁয়ে যাবে তা কী কেউ ভেবেছিলেন ৷ শুধু তাই নয়, বিক্রান্ত মেসির মতো অভিনেতা একাই এইভাবে দর্শকদের চোখে জন আনবে তা 'টুয়েলভথ ফেল' ছবি না দেখলে বিশ্বাস করতে পারতেন না দর্শকরা ৷ প্রেক্ষাগৃহে ম্যাজিক দেখানোর পর এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷
নতুন বছরের উপরহার হিসাবে ডিজনি প্লাস হটস্টারে ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে 'টুয়েলভথ ফেল' ছবির ৷ ওটিটি প্ল্যাটফর্মের তরফে সোশাল মিডিয়ায় টুইট করে জানানো হয়েছে, "2024 শুরু হওয়ার আগে যে ছবিটি অবশ্যই সকলের দেখা উচিত সেই ছবি আসতে চলেছে এই প্ল্যাটফর্মে ৷ 'টুয়েলভথ ফেল' 29 ডিসেম্বর স্ট্রিমিং হতে চলেছে ৷" বিক্রন্ত মেসি ও মেধা শঙ্কর অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 27 অক্টোবর ৷ হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় মুক্তি পায় এই ছবি ৷
অনুরাগ পাঠকের লেখা বেস্ট সেলিং নোভেল থেকে অনুপ্রাণিত ৷ লেখকের কলমে উঠে আসে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা ও আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির জীবন কাহিনী ৷ বলা ভাল স্বপ্নের উড়ানে গরীব পরিবার থেকে আসা দুই ব্যক্তির কঠিন লড়াই পর্দায় তুলে ধরেন পরিচালক বিধু বিনোদ চোপড়া ৷ মাত্র 20 কোটি টাকা বাজেটের 'টুয়েলভথ ফেল' বক্সঅফিসে তুলে নেয় প্রায় 65 কোটি টাকা ৷ বিক্রান্ত মেসি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে আনন্ত ভি জোশি, অংশুমান পুষ্কর, সঞ্জয় বিশময় ও প্রিয়াশু চট্টোপাধ্যায়কে ৷ এবার এই ছবি ওটিটি দুনিয়ায় অনুরাগীদের মন জয় করতে উপস্থিত হচ্ছে ৷