পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল' - আইএমডিবি

12th Fail on IMDb: হলিউড ছবিকে পিছনে ফেলে আইএমডিবি'র রেটিংয়ের এক নম্বরে জায়গা করে নিল বিধি বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল' ৷ সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে খুশির খবর জানালেন অভিনেতা বিক্রান্ত মেসি ৷

Etv Bharat
আইএমডিবি'র রেটিংয়ে টপে 'টুয়েলভথ ফেল'

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 4:12 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি: বিধু বিনোদ চোপড়া পরিচালিত ও বিক্রান্ত মেসি-মেধা শঙ্কর অভিনীত 'টুয়েলভথ ফেল' বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে আগেই ৷ এবার আইএমডিবি-র তালিকায় সর্বকালীন হাইয়েস্ট-রেটেড ছবি হিসাবে জায়গা করে নিল এই ছবি ৷ 10-এর মধ্যে এই ছবির রেটিং 9.2, যা এখনও পর্যন্ত কোনও ভারতীয় ছবির ঝুলিতে নেই ৷ বিধু বিনোদের ছবি পিছনে ফেলেছে অনেক হলিউড ছবিকেও ৷ মঙ্গলবার এই খুশির খবর শেয়ার করে নিয়েছেন অভিনেতা বিক্রান্ত ৷ নিজের ইনস্টা স্টোরিতে স্ক্রিনশট শেয়ার করলেন অভিনেতা ৷

ইন্টারনেট মুভি ডাটাবেস অনুযায়ী, 250টি ভারতীয় ছবির মধ্যে সেরা জায়গা যেমন পেয়েছে 'টুয়েলভথ ফেল' তেমনি 2023 সালের হাইয়েস্ট গ্রসিং হলিউড ব্লকব্লাস্টার ছবিকেও পিছনে ফেলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি ৷ সেই তালিকায় যেমন রয়েছে গ্রেটা গারউইগের 'বার্বি' (6.9), 'গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি' (7.9), খ্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' (8.4), ও 'স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স' (8.6) ৷

9.2 রেটিং নিয়ে ইন্টারনেট মুভি ডাটাবেসে একনম্বরে রয়েছে 'টুয়েলভথ ফেল' ৷ পাশাপাশি তালিকায় সেরা আরও চারটি ভারতীয় ছবির মধ্যে রয়েছে 1993 সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি 'রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম', মণি রত্নমের 'নায়াকান', হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত 'গোলমাল' ও অভিনেতা আর মাধবন পরিচালিত 'রকেট্রি:দ্য নাম্বি এফেক্ট' ৷ উল্লেখ্য, অনুরাগ পাঠকের লেখা বই থেকে ছবির পর্দায় উঠে আসে বিহারের চম্বলের ছোট্ট একটি গ্রামের কাহিনী ৷ যা গল্প হলেও সত্যি ৷ জীবনে চলার পথে হেরে গেলেও কীভাবে রিস্টার্ট দিতে হয়, কীভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয়, সেই রকম জার্নি পর্দায় তুলে ধরেন পরিচালক বিধু বিনোদ চোপড়া ৷

অভিনেতা বিক্রান্ত মেসির ইন্সটা স্টোরি

গরীব পরিবার থেকে উঠে আসা মনোজ কুমার শর্মার আইপিএস অফিসার হওয়ার লড়াই খুব একটা সহজ ছিল না ৷ কিন্তু সততা আর পরিশ্রমের পথে হেঁটে সেই লড়াই কঠিনও ছিল না তাঁর কাছে ৷ তার সঙ্গে উঠে আসে মনোজের স্ত্রী তথা আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির জার্নিও ৷ 2023 সালের 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি ৷ গ্লোবালি ছবির ঝুলিতে আসে 66 কোটি টাকা ৷ পরবর্তী সময়ে 29 ডিসেম্বর 'টুয়েলভথ ফেল' মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে ৷ দর্শকদের ভালোবাসা ও মনোযোগ কেড়ে নেয় সাধারণ ছেলের অসাধারণ জার্নি ৷

ABOUT THE AUTHOR

...view details