লস অ্যাঞ্জেলেস, 8 অগস্ট: 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' এবং 'দ্য এক্সরসিস্ট'-এর অস্কার বিজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিনের জীবনাবসান ৷ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডিন তথা ফ্রিডকিনের স্ত্রী শেরি ল্যান্সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু স্টিফেন গ্যালোওয়ে । কিফার সাদারল্যান্ড অভিনীত তাঁর শেষ ফিল্ম 'দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শিয়াল'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ।
1970-এর দশকে হ্যাল অ্যাশবি, ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং পিটার বোগডানোভিচের সঙ্গে একটি তরুণ, সাহসী চলচ্চিত্র নির্মাতা গোষ্ঠীর সদস্য হিসাবে এ-তালিকার খ্যাতি অর্জন করেন ফ্রিডকিন । হরর ও পুলিশ থ্রিলার ক্ষেত্রকে সমৃদ্ধ করেছিলেন তিনি ৷ তিনি টেলিভিশনে, বিশেষ করে ডকুমেন্টারি ফিল্মে, সম্পাদনার একটি অত্যাধুনিক শৈলীর সঙ্গে তাঁর অভিজ্ঞতাকে একত্রিত করে ছবিগুলিকে এক অন্য মাত্রা দিতেন ৷
ডকুমেন্টারি স্টাইলে তৈরি হয়েছিল দ্য ফ্রেঞ্চ কানেকশন এবং ফিল্মের সবচেয়ে বিখ্যাত গাড়ি তাড়া করার দৃশ্যগুলির মধ্যে এটি অন্যতম । চলচ্চিত্রটি সেরা ছবি, পরিচালক এবং অভিনেতা (জিন হ্যাকম্যান) সহ বেশ কয়েকটি অস্কার জিতেছে ৷
'দ্য ফ্রেঞ্চ কানেকশন' সমালোচকদের প্রশংসা অর্জনের পর, 1973 সালে মুক্তিপ্রাপ্ত 'দ্য এক্সরসিস্ট' গ্লোবাল বক্স অফিসে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং 'দ্য গডফাদার'-এর সঙ্গে সিনেমার ব্লকবাস্টার যুগের সূচনা করতে সাহায্য করে । উইলিয়াম পিটার ব্লাটির বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয় 'দ্য এক্সরসিস্ট' থ্রিলার ৷ সেরা পরিচালক বিভাগে, এটি ফ্রিডকিনকে দ্বিতীয় অস্কারের মনোনয়ন দেয় ।