পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adios Hagrid: প্রয়াত হ্যারি পটার খ্যাত অভিনেতা-লেখক রব্বি কলট্রন

72 বছর বয়সে মারা গেলেন হ্যারি পটার (Harry Potter) সিরিজের বিখ্যাত রুবেস হ্যাগরিডের চরিত্রে অভিনয় করা শিল্পী রব্বি কলট্রন (Robbie Coltrane Passes Away at Age of 72) ৷ স্কটল্যান্ডের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ৷

Harry Potters Rubeus Hagrid Robbie Coltrane Passes Away at Age of 72
Harry Potters Rubeus Hagrid Robbie Coltrane Passes Away at Age of 72

By

Published : Oct 15, 2022, 10:12 AM IST

Updated : Oct 15, 2022, 10:24 AM IST

লন্ডন, 15 অক্টোবর: প্রয়াত ‘হ্যারি পটার’ (Harry Potter) চলচ্চিত্রের বিখ্যাত ‘রুবেস হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করা রব্বি কলট্রন ৷ শুক্রবার রাতে এই খবর জানিয়েছে তাঁর সংস্থা ডব্লুএমই ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 72 বছর (Robbie Coltrane Passes Away at Age of 72) ৷ হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সিনেমায় তাঁকে হ্যাগরিডের চিরত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ যার চরিত্রের বিশেষত্ব ছিল অর্ধ দৈত্য ৷

গত 2 বছর ধরে অসুস্থ ছিলেন রব্বি কলট্রন ৷ স্কটল্যান্ডের লারবের্টে তাঁর বাড়ির কাছেই একটি হাসপাতালে ভর্তি ছিলেন রব্বি ৷ সেখানেই তিনি প্রয়াত হন ৷ বৈচিত্রময় এই অভিনেতার প্রয়াণে শোকাহত হলিউড ৷ হ্যারি পটার সিরিজের পাশাপাশি, জেমস বন্ড, ক্রেকার সিনেমাতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ তবে, বড় পর্দায় রব্বি কলট্রন দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন, পর্দার হ্যারি পটারের সঙ্গে তাঁর রসায়নের কারণে ৷

আরও পড়ুন:অস্কারে মনোনীত সিনেমা ‘চেলো শো’র কিশোর অভিনেতার ক্যান্সারে মৃত্যু

রব্বি কলট্রনকে 2001 সালে বড় পর্দায় আসা ‘সসার্স স্টোন’ এবং 2011 সালে রিলিজ করা ‘ডেথলি হ্যালোস পার্ট 2’-তে তাঁকে দেখা গিয়েছে ৷ তবে, তাঁকে আপামর বিশ্বের কাছে তিনি কাছের মানুষ হয়ে উঠেছিলেন জেকে রাউলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের রুবেস হ্যাগরিডের (Rubeus Hagrid) চরিত্রে ৷ স্কটিশ রব্বি কলট্রন একজন অভিনেতার পাশাপাশি, কমেডিয়ান এবং লেখকও ছিলেন ৷ পর্দায় হ্যারি পটার ওয়ার্ল্ডের অন্যতম আইকনিক ও হিংস্র প্রাণীদের দেখাশোনার কাজ করত তাঁর অভিনীত রুবেস হ্যাগরিডের চরিত্র ৷

Last Updated : Oct 15, 2022, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details