দিল্লি, 20 মে : বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, ফের বিপুলভাবে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার । আর বুথ ফেরত সমীক্ষার পরই কংগ্রেসকে তোপ দাগলেন স্বরাজ ইন্ডিয়া প্রধান যোগেন্দ্র যাদব । একটি টুইটে তিনি লেখেন, "কংগ্রেসের মরা দরকার । "
গতকাল সপ্তদশ নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় । তারপরই একের পর এক বুথফেরত সমীক্ষা সামনে আসে । প্রতিটি এগজ়িট পোলের আভাস, আগামী 23 মে ফের ক্ষমতায় ফিরতে চলেছে NDA সরকার । 542 টি ( তামিলনাড়ুর ভেলোরে ভোটগ্রহণ হয়নি) আসনের মধ্যে 300-র বেশি আসন পাবে তারা । তা নিয়ে স্বরাজ ইন্ডিয়া প্রধান বলেন, "কংগ্রেসের মরা দরকার । ভারতের ধারণাকে রক্ষার জন্য এই নির্বাচনে যদি কংগ্রেস BJP-কে আটকাতে না পারে তাহলে ভারতের ইতিহাসে এই দলের কোনও ইতিবাচক ভূমিকা নেই । বর্তমানে বিকল্প তৈরির ক্ষেত্রে এই দল সবথেকে বড় অন্তরায় । "