পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

অমিত শাহর বারুইপুরের সভা বাতিল - EC

প্রাথমিকভাবে জমিতে সভার অনুমতি দিলেও পরে বেঁকে বসেন মালিক । তার জেরে বারুইপুরে বাতিল করা হল অমিত শাহর সভা

অমিত শাহ

By

Published : May 13, 2019, 10:54 AM IST

Updated : May 13, 2019, 11:47 AM IST

বারুইপুর, 13 মে : শেষ মুহূর্তে জমি মালিকের আপত্তিতে বারুইপুরে অমিত শাহর সভা বাতিল হল । তবে বাকি জনসভা দুটির সূচি অপরিবর্তিত রয়েছে ।

আজ বেলা সাড়ে 12টা থেকে বারুইপুরের সীতাকুণ্ডতে অমিত শাহর নির্বাচনী জনসভা করার কথা ছিল । সেজন্য BJP-র তরফে একটি ব্যক্তিগত জমি চিহ্নিত করা হয় । সেই জমিরই একটি অংশে অমিত শাহর হেলিকপ্টার নামার কথা ছিল । প্রয়োজনীয় অনুমতিও দেন মালিক । কিন্তু, গতরাতে বেঁকে বসেন তিনি । বিষয়টি জানান দক্ষিণ 24 পরগনার জেলাশাসককে । সেই জট কাটাতে রাজ্য BJP নেতারা দফায় দফায় বৈঠক করেন । কিন্তু, কোনও সমাধানসূত্র না পাওয়ায় বাতিল করে দেওয়া হয় সভা । প্রশাসনের অসহযোগিতার কারণেই সভা বাতিল করা হল বলে জানিয়েছেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার।

বারুইপুরের পাশাপাশি আজ আরও দুটি জনসভা করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি । ইতিমধ্যে ক্যানিংয়ের সভাস্থানে পৌঁছে গেছেন । অপর জনসভাটি নির্দিষ্ট সূচি অনুযায়ী রাজারহাটে হবে ।

Last Updated : May 13, 2019, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details