কলকাতা, 18 এপ্রিল : "বিবেক দুবে কী করবেন? তাঁকে তো রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে কাজ করতে হচ্ছে।" আজ নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে একথা বলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
রাজ্য পুলিশ-প্রশাসনের উপর নির্ভরশীল বিবেক দুবে কী করবেন? : প্রদীপ ভট্টাচার্য - kolkata
বিবেক দুবেকে তো রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে কাজ করতে হচ্ছে।" আজ নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে একথা বলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
প্রদীপবাবু বলেন, "সমস্যা হচ্ছে, বিবেক দুবে এসেছেন। তিনি ঘুরছেনও। কিন্তু কী করবেন তিনি? বিবেক দুবের বক্তব্য হচ্ছে তাঁকে SP-র সঙ্গে কথা বলতে হচ্ছে। পুলিশ মুভমেন্ট হচ্ছে কীভাবে সেটা আপনারা বুঝুন। DM, পুলিশ অফিসাররা বুথের নাম জোগাড় করছে BDO-র কাছ থেকে। BDO জোগাড় করছে তৃণমূলের নেতাদের কাছ থেকে। একজন কেন্দ্রীয় পর্যবেক্ষকের পক্ষে প্রতিটি বুথে গিয়ে নাম জোগাড় করা অসম্ভব। সেজন্য তাদের কয়েকটি ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে। আর এখানেই তাঁরা প্রতারিত হচ্ছেন।"
বিবেক দুবে বলেছেন, মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে - এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রদীপবাবু বলেন, "আমি বিবেক দুবের সঙ্গে কথা বলব। আমার কাছে যা তথ্য আছে তা তাঁকে দেব। তাঁকে বলব আপনি যেটা বলেছেন সেটি সঠিক নয়।"