কলকাতা, 28 এপ্রিল : যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরার প্রচারে রোড শো করেছিলেন গ্রেট খালি । তা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস । চিঠিতে লেখা হয়েছে, "খালি (আসল নাম দলীপ সিং রানা) অ্যামেরিকার নাগরিক । ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য কোনও বিদেশিকে অনুমোদন দেওয়া উচিত নয় । রানার সেলিব্রিটি ভাবমূর্তিকে কাজে লাগিয়ে BJP ভারতীয় ভোটারদের বিভ্রান্ত করছে । "
খালি অ্যামেরিকার নাগরিক, কমিশনে চিঠি তৃণমূলের - Amercian Citizen
তৃণমূলের অভিযোগ, খালি অ্যামেরিকার নাগরিক ।
এর আগে, বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের বিরুদ্ধে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচারের অভিযোগ উঠেছিল । দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে রোড শো করেছিলেন আর এক বাংলাদেশি অভিনেতা গাজ়ি আবদুন নুর । তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করে BJP । তাদের দাবি ছিল, ভিসা আইন ভেঙেছেন দুই বাংলাদেশি অভিনেতা । ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কোনও বিদেশি অংশ নিতে পারেন না । পরে দুই অভিনেতারই ভিসা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে প্রচারে খোদ নরেন্দ্র মোদিও এই প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন । তারপর সেই একই ভিসা আইন ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।
এই সংক্রান্ত আরও খবর :মনোনয়ন জমা দিলেন অনুপম, রোড শো মাতালেন গ্রেট খালি