কলকাতা, 20 এপ্রিল : "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা ।" এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, তৃণমূলের অভিযোগ, BJP-র নির্দেশ পালন করছেন তিনি। তাই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর নিয়োগের সিদ্ধান্তকে বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল। প্রয়োজনে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলা হয়েছে।
আজ ETV ভারতকে অজয় নায়েক বলেন, "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । বিহারের মানুষ ও রাজনৈতিক দল বুঝে গেছে যে, মারপিট করে নির্বাচন হয় না । কিন্তু, পশ্চিমবঙ্গে সেটা এখনও কেউ বোঝেনি । এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়।" নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের বক্তব্য, সেজন্যই তৃতীয় দফায় রাজ্যের 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তাঁর কথায়, "বিহারের 20 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে । আর সেখানে বাংলার 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । এটা গণতন্ত্রের জন্য ভালো নয় । " তারপরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নেই। অজয় নায়েকের মন্তব্যের পর বিরোধীদের দাবি, তাঁদের এই অভিযোগকে মান্যতা দিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক।