পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

অজয় নায়েকের মন্তব্যের বিরোধিতা, কমিশনে চিঠি তৃণমূলের - TMC

"BJP-র নির্দেশে কাজ করছেন অজয় নায়েক", কমিশনে চিঠি তৃণমূলের

তৃণমূল

By

Published : Apr 20, 2019, 9:41 PM IST

Updated : Apr 21, 2019, 12:01 AM IST

কলকাতা, 20 এপ্রিল : "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা ।" এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, তৃণমূলের অভিযোগ, BJP-র নির্দেশ পালন করছেন তিনি। তাই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর নিয়োগের সিদ্ধান্তকে বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল। প্রয়োজনে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলা হয়েছে।

চিঠি

আজ ETV ভারতকে অজয় নায়েক বলেন, "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । বিহারের মানুষ ও রাজনৈতিক দল বুঝে গেছে যে, মারপিট করে নির্বাচন হয় না । কিন্তু, পশ্চিমবঙ্গে সেটা এখনও কেউ বোঝেনি । এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়।" নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের বক্তব্য, সেজন্যই তৃতীয় দফায় রাজ্যের 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তাঁর কথায়, "বিহারের 20 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে । আর সেখানে বাংলার 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । এটা গণতন্ত্রের জন্য ভালো নয় । " তারপরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নেই। অজয় নায়েকের মন্তব্যের পর বিরোধীদের দাবি, তাঁদের এই অভিযোগকে মান্যতা দিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক।

তারপরই তৃণমূলের তরফে অজয় নায়েকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, "মাত্র দু'দিন আগে দ্বিতীয় দফার ভোটের পর অজয় নায়েক বলেছিলেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রথম দফার পরও নির্বাচন কমিশন বলেছিল, শান্তিপূর্ণ ভোট হয়েছে। দুটি জেলার মাত্র একটি বুথে পুনর্নির্বাচন হয়। তা থেকে এটা প্রমাণিত হয় যে, রাজ্যে ভোটপ্রক্রিয়া শান্তিতেই চলছে। কিন্তু, এটা বোঝা গেল না মাত্র 48 ঘণ্টার ব্যবধানে এমন কী হল যে তিনি বাংলার বিষয়ে এরকম মন্তব্য করলেন। আর তৃতীয় দফায় 92 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এই যুক্তি খাড়া করলেন।"

চিঠি

তৃণমূলের বক্তব্য, "অজয় নায়েক পক্ষপাতিত্বের সঙ্গে কাজ শুরু করেছেন তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এর মাধ্যমে তিনি ভোটারদের মনে ভয় তৈরি করে রাজ্যের ভোটপ্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছেন।" পাশাপাশি, তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসকদলের হয়ে কাজ করছেন অজয় নায়েক। চিঠিতে লেখা হয়, "RSS-র সঙ্গে নায়েকের রাজনৈতিক ও সাংগঠনিক যোগ রয়েছে। পাশাপাশি, BJP নেতাদের সঙ্গে তাঁর যোগ রয়েছে। তাঁর বক্তব্য এটা পরিষ্কার যে, তিনি BJP-র নির্দেশ মতো কাজ করছেন। আর এই বিষয়টি বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই আপনাদের (নির্বাচন কমিশন) অনুরোধ, তাঁর নিয়োগের সিদ্ধান্তকে বিবেচনা করুন বা তাঁকে সরিয়ে দেওয়া হোক।"

চিঠি
Last Updated : Apr 21, 2019, 12:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details