পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

"VVPAT" অটোয় চেপে অভিষেকের সভায় তৃণমূল সমর্থকরা - abhishek banerjee

নির্বাচন কমিশনের VVPAT ও ভোটসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো অটোয় চেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

অটো

By

Published : Apr 11, 2019, 5:28 PM IST

কুশমণ্ডি, 11 এপ্রিল : অটোর একদিকে তৃণমূলের ঝান্ডা। আর সামনে রয়েছে জেলা নির্বাচন কমিশনের VVPAT ও ভোটসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার। আজ কুশমণ্ডির হাড়াহার মাঠে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে আসেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি অটোতে দেখা যায় একদিকে তৃণমূলের ঝান্ডা লাগানো, আর সামনে নির্বাচন কমিশনের VVPAT ও ভোটাসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার রয়েছে। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছে BJP।

জনসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা গাড়ি ও অটোয় চেপে আসেন। অভিষেকের সভায় আসা একটি অটোতেই দেখা যায় একদিকে তৃণমূলের পতাকা অন্যদিকে নির্বাচন কমিশনের নানান সচেতনতামূলক প্রচারের স্টিকার। পরে ETV ভারতের ক্যামেরা দেখতেই তড়িঘড়ি খুলে ফেলা হল অটো থেকে তৃণমূলের দলীয় পতাকা। সেই অটোয় চেপে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক অভিষেকের সভায় এসেছিল। প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের গাড়িতে কীভাবে তৃণমূলের পতাকা লাগানো যায়?

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের BJP জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বিষয়টি শুনেছি। এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাব আমরা। নির্বাচন কমিশনের গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যেই পড়ে।" অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অটো চালক বলেন, "অটোটি বংশীহারী ব্লক প্রশাসনের তরফে ভাড়া নেওয়া হয়েছিল। গ্রামে গ্রামে VVPAT সম্পর্কে সচেতনতামূলক প্রচারের জন্য অটোটি ভাড়া নেওয়া হয়েছিল। সেজন্য স্টিকার লাগানো হয়েছিল।"

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details