কোচবিহার, 5 এপ্রিল : নির্বাচন কমিশনের নির্দেশে তৃণমূল কর্মীরা কোচবিহার রাসমেলা মাঠে মঞ্চ খুলতে শুরু করেছে। BJP নেতা কৈলাস বিজয়বর্গী আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর সভামঞ্চ খুলতে শুরু করল তৃণমূল কর্মীরা। কোচবিহার রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা নিয়ে তৃণমূল ও BJP-র সংঘাত চরমে। পাশাপাশি, একই দিনের ব্যবধানে একই মাঠে দুই হেভিওয়েট নেতা নেত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে জেলা প্রশাসনকে বিঁধলেন BJP নেতা। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে BJP নেতা বলেন, "আমরা সন্ধে 5টা পর্যন্ত অপেক্ষা করব। তখনও যদি মঞ্চ তুলে নেওয়া না হয় তাহলে আমরা কোনও একটা সিদ্ধান্ত নেব।"
সময় বেঁধে দিয়েছিলেন কৈলাস, সভামঞ্চ খুলল তৃণমূল
কৈলাস বিজয়বর্গী বিকেল পাঁচটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার পর সভামঞ্চ খুলতে শুরু করল তৃণমূল কর্মীরা। রাসমেলা মাঠে পরপর BJP ও TMC-র সভা হওয়ার কথা। সেই নিয়ে চাপানউতোর তৈরি হয়েছিল।
রাসমেলার মাঠে মঞ্চ খোলা হচ্ছে
যদিও বিষয়টি নিয়ে তৃণমূল নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং বলেন, "আমাদের সভার জন্য আগেই অনুমতি নেওয়া আছে। তাই আমরা আগেই সভামঞ্চ তৈরি করেছি।"
Last Updated : Apr 5, 2019, 11:13 PM IST