বালুরঘাট, 23 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের লোকজন এলাকাবাসীকে ভোট দিতে যাওয়ার সময় আটকাচ্ছিল বলে অভিযোগ । তা নিয়ে বচসায় জড়িয়ে পড়ল তৃণমূল ও BJP সমর্থকরা । তা ক্রমশ হাতাহাতিতে গড়ায় । এলাকায় উত্তেজনা থাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে । ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের পশ্চিম বজরাপুকুর এলাকার ।
ভোট দিতে বাধা, হাতাহাতিতে জড়াল তৃণমূল-BJP সমর্থকরা
তৃণমূল কংগ্রেসের লোকজন এলাকাবাসীকে ভোট দিতে যাওয়ার সময় বাধা দেয় বলে অভিযোগ । তা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও BJP সমর্থকরা ।
ঘটনাস্থানের ছবি
পশ্চিম বজরাপুকুরের 41/149 নম্বর বুথে ভোটদানের জন্য যাচ্ছিল এলাকাবাসী । তখন তৃণমূলের লোকজন স্থানীয়দের আটকায় বলে অভিযোগ । তা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও BJP সমর্থকরা । BJP-র অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তৃণমূলের এই চেষ্টা এবার ফলপ্রসূ হবে না ।
বচসা ক্রমশ হাতাহাতিতে গড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ, কুইক রেসপন্স টিম । যান বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার । ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ।
Last Updated : Apr 23, 2019, 7:26 PM IST