কলকাতা, 17 এপ্রিল : দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলি হল - দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। প্রথম দফার মতোই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না। 80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বাকি 20 শতাংশ বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ওয়েবকাস্টিং, ভিডিয়ো ক্যামেরা ও CCTV-র নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মাইক্রো অবজ়ারভাররাও থাকছেন।
তিনটি কেন্দ্র মিলিয়ে 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রাথমিকভাবে ঠিক ছিল, 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। শেষপর্যন্ত 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ ও নন-আর্মড পুলিশের সংখ্যা যথাক্রমে 8892 ও 4089 জন। 13 হাজারের বেশি লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, স্ট্রংরুমের পাহারায় থাকবে 6 কম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এক নজরে দার্জিলিং লোকসভা কেন্দ্র
- মোট ভোটার - 16 লাখ 564 জন
- পুরুষ ভোটার - 8 লাখ 7 হাজার 118 জন
- মহিলা ভোটার - 7 লাখ 93 হাজার 425 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার - 21 জন
- সার্ভিস ভোটার - 10 হাজার 753 জন
- মোট প্রার্থী - 16 জন
- মোট বুথ - 1899 টি
- কেন্দ্রীয় বাহিনী - 66 কম্পানি
- 300টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
- 54 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
- VVPAT সংখ্যা - 2 হাজার 638 টি
এক নজরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র
- মোট ভোটার - 17 লাখ 31 হাজার 834 জন
- পুরুষ ভোটার - 8 লাখ 85 হাজার 453 জন
- মহিলা ভোটার - 8 লাখ 46 হাজার 363 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার - 18 জন
- সার্ভিস ভোটার - 3 হাজার 630 জন
- মোট প্রার্থী - 12 জন
- মোট বুথ - 1868 টি
- কেন্দ্রীয় বাহিনী - 49 কম্পানি
- 245টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
- 50 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার
- VVPAT সংখ্যা - 2 হাজার 436 টি
এক নজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র
- মোট ভোটার - 15 লাখ 99 হাজার 948 জন
- পুরুষ ভোটার - 8 লাখ 30 হাজার 316 জন
- মহিলা ভোটার - 7 লাখ 69 হাজার 584 জন
- তৃতীয় লিঙ্গের ভোটার - 48 জন
- সার্ভিস ভোটার - 1 হাজার 272 জন
- মোট প্রার্থী - 14 জন
- মোট বুথ - 1623 টি
- কেন্দ্রীয় বাহিনী - 64 কম্পানি
- 312টি বুথে মাইক্রো অবজ়ারভার থাকবেন
- 56 শতাংশ বুথে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজ়ারভার থাকবে
- VVPAT সংখ্যা - 2 হাজার 143 টি