পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

শান্তনু ঠাকুরকে এঁটো আইসক্রিম খেতে বলায় হাতাহাতি, থানায় অভিযোগ - swarupnagar

BJP প্রার্থী শান্তনু ঠাকুরকে আইসক্রিম খাওয়ার প্রস্তাব ঘিরে বচসা তৃণমূল ও BJP কর্মী-সমর্থকদের মধ্যে। দুই পক্ষের হাতাহাতিতে আক্রান্ত হন এক তৃণমূল কর্মী। তিনি শান্তনু ঠাকুর সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন স্বরূপনগর থানায়।

ফাইল ফোটো

By

Published : Apr 28, 2019, 3:59 AM IST

স্বরূপনগর, 28 এপ্রিল: প্রচারের সময় BJP প্রার্থী শান্তনু ঠাকুরকে আইসক্রিম খাওয়ার প্রস্তাব ঘিরে বচসা । পরে তা হাতাহাতিতে পরিণত হয়। স্বরূপনগরের চারঘাট এলাকার ঘটনা । আক্রান্ত হন এক তৃণমূল কর্মী । নাম শ্যামসুন্দর দাস । এই ঘটনায় শান্তনু সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে ।


গতকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুর চারঘাট এলাকায় প্রচার করছিলেন। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে একদল তৃণমূল সমর্থক আইসক্রিম খাচ্ছিলেন । শান্তনু তাঁদের দিকে তাকালে তাঁরা আইসক্রিমের বাটি দেখিয়ে খেতে বলেন । এর প্রতিবাদ করেন BJP কর্মীরা। তখন দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা। মুহূর্তে তা হাতাহাতিতে পরিণত হয় । আক্রান্ত হন এক তৃণমূল সমর্থক ।

শ্যামসুন্দর দাস বলেন, "আমি BJP প্রার্থীকে আইসক্রিম খাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। তাঁকে অসম্মান করিনি । তবু আমাকে মারধর করা হল । ঘটনায় অভিযোগ দায়ের করেছি।" BJP প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, "আমরা ওই এলাকায় প্রচারে গিয়েছিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে একদল তৃণমূল কর্মী কটূক্তি করছিলেন। তাঁদের মধ্যে একজন আমাকে এঁটো আইসক্রিম খেতে বলছিলেন। আমাদের দলের কর্মীরা মৌখিকভাবে তার প্রতিবাদ করেন। আমরা কাউকে মারধর করিনি।"

ABOUT THE AUTHOR

...view details