টাকি, 15 মে : ভোটের ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্য BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোতে হামলা চালানো হয়েছে । আজ টাকিতে নির্বাচনী জনসভা থেকে একথা বলেন নরেন্দ্র মোদি । যদিও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি ।
গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনা ছড়ায় । পোড়ানো হয় বাইক । বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয় । সেই মূর্তি ভাঙার দায় কার তা নিয়ে গতকাল থেকে তৃণমূল কংগ্রেস ও BJP-র চাপানউতোর শুরু হয়েছে । তৃণমূলের অভিযোগ, রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতেই BJP শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে । অপরদিকে, BJP-র দাবি, ভোটে হারার আতঙ্কে পরিকল্পনা করেই অমিত শাহর উপর হামলা চালানো হয়েছে ।
আজ মোদি বলেন, "দু'দিন আগে মমতাদিদি জনসমক্ষে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন । 24 ঘণ্টার মধ্যেই দিদি নিজের কর্মসূচি পূরণ করেছেন । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোতে হামলা চালানো হয় । " যদিও বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় কে বা কারা জড়িত ছিল, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি । বরং ফের বাংলার মনীষীদের ভাবাবেগকে হাতিয়ার করে তিনি বলেন, "দিদি ভাবতেন এখানের মানুষকে ভয় দেখিয়ে, মিথ্যে বলে, চমকিয়ে নিজের রাজত্ব চালাবেন । কিন্তু, যে ভূমিতে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিদের সংস্কার রয়েছে, সেখানকার মানুষ দিদির এই ব্যবহার সহ্য করবে না । মমতাদিদি, আপনি বাংলাকে জরুরি অবস্থায় নিয়ে গেছেন ।"