মালদা, 6 এপ্রিল : "এখন মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে।" আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ।
"চায়ে পে চর্চা"-র কর্মসূচিতে অংশ নিতে গতরাতে দিলীপ মালদায় আসেন। আজ ভোরে হোটেল থেকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন মালদা (দক্ষিণ)-র BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্য নেতারা। তারপর সুকান্ত মোড়ের কাছে একটি চায়ের দোকানেও স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করেন। সেখানে তিনি ETV ভারতের মুখোমুখি হন।
ETV ভারত : নকশালবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে ভোটের ঋণ চেয়েছেন। সে প্রসঙ্গে কী বলবেন?
দিলীপ ঘোষ : মুখ্যমন্ত্রী এতদিন জনগণের থেকে টাকা চেয়েছেন। রাজনৈতিক অধিকার চেয়েছেন। এখন ভোটের ঋণ চাইছেন! পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তারপর ফুটপাথ ও গলিতে নামবেন। আরও দুর্ভাগ্যের বিষয়, তাঁর সাঙ্গপাঙ্গরা চোর-ডাকাত। তাঁদের কেউ বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে না।
ETV ভারত : গতকাল আপনি বালুরঘাটে ছিলেন। আপনি এখানে আসার BJP কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ।
দিলীপ ঘোষ : আমার কাছে কোনও খবর নেই। রাত পর্যন্ত আমি সভায় ছিলাম। তবে গতকাল দক্ষিণ দিনাজপুরে ব্যাপক প্রচার হয়েছে। তা দেখে তৃণমূল ভয় পেয়েছে। তাই এমন কাজ করতেই পারে।
ETV ভারত : গতকাল নির্বাচন কমিশন রাজ্যের চার পুলিশকর্তাকে সরিয়ে দিয়েছে।