পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

প্রসূনকে টেনে বুথ থেকে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী - Election Commission

ভোট পরিদর্শনে গেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় । তখন তাঁকে বুথ থেকে টেনে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী ।

প্রসূন বন্দ্যোপাধ্যায়

By

Published : May 6, 2019, 1:24 PM IST

Updated : May 6, 2019, 4:43 PM IST

হাওড়া, 6 মে : হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টেনে বুথ থেকে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী । কেন্দ্রীয় বাহিনীর তরফে প্রসূনকে প্রথমে বুথ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একাধিকবার আবেদন জানানো হয় । কিন্তু, প্রসূন সেই আবেদনে কর্ণপাত করেননি । তারপরই তাঁকে বুথ থেকে টেনে বের করে দেওয়া হয় । ঘটনাটি হাওড়ার বালটিকুরির ।

আজ বালটিকুরির মুক্তারাম হাইস্কুলে যান প্রসূন । সেই সময় তাঁর গলা থেকে প্রার্থীদের জন্য দেওয়া পরিচয়পত্র পড়ে যায় । সেজন্য কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে দেয়নি । বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলতে যান এক মহিলা । অভিযোগ, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করেন । সেই ঘটনার প্রতিবাদ করেন প্রসূন । তা নিয়ে প্রসূনকে প্রাথমিকভাবে বুথে থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কিন্তু, তাতে কর্ণপাত করেননি প্রসূন । তারপর তাঁকে বুথ থেকে টেনে বের করে দেওয়া হয় । তাঁর আপ্ত সহায়ককেও বের করে দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রসূন । বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে ।

Last Updated : May 6, 2019, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details