পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

শান্তিপূর্ণ ভোট, অভিযোগ পেলেই ব্যবস্থা : মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর - Alipurduar

দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে : মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর

সঞ্জয় বসু

By

Published : Apr 11, 2019, 11:34 AM IST

Updated : Apr 11, 2019, 12:20 PM IST

কলকাতা, 11 এপ্রিল : সকাল 11টা পর্যন্ত কোচবিহার ও আলিপুরদুয়ারে 38.08 শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে ভোটদানের হার 37.85 শতাংশ। অপরদিকে, আলিপুরদুয়ারে ভোট পড়েছে 38.3 শতাংশ। বেলা 12 টার সময় সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু।

তিনি বলেন, "শীতলকুচিতে মহিলা ভোটারদের বাধা দেওয়ার খবর এসেছিল। সেখানে সেক্টর অফিসার যায়। এখন শান্তিপূর্ণ ভোট হচ্ছে।" রাজ্যের প্রথম দফায় কোচবিহারে একাধিক সংঘর্ষ ও ছাপ্পার অভিযোগ উঠেছে। এবিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য, "রসমন্ডাতে একটি বিচ্ছিন্ন অশান্তির খবর এসেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত 178টি ভোট পড়েছে।"

পাশাপাশি, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক বুথে EVM বিভ্রাটের খবর এসেছে। তা নিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সে প্রসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, "যেখানে EVM-র সমস্যা হয়েছিল, তা পালটে দেওয়া হয়েছে।"

Last Updated : Apr 11, 2019, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details