দিদির মাটি কাঁপছে, এদিকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন : মোদি - Asansol
নরেন্দ্র মোদি
2019-04-23 16:10:09
আসানসোল, 26 এপ্রিল : বাবুল সুপ্রিয়র সমর্থনে আসানসোলে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন তিনি ।
মোদি বলেন :
- আপনাদের প্রতিটি ভোট এই চৌকিদারের খাতায় যাবে, আর চৌকিদারকে শক্তিশালী করবে
- আগেরবারের থেকে বেশি ভোট জেতান
- আমাদের আবার আশীর্বাদ দিন
- তৃণমূল, কংগ্রেস, CPI(M)-র থেকে দূরে থাকবেন
- এখানকার মানুষ অত্যাচারীদের বিরুদ্ধে লড়বেন
- 2022 সালের বাংলার সব মানুষের কাছে পাকা ঘর, শৌচালয়, গ্যাসের কানেকশন থাকবে
- একটি রাষ্ট্রীয় ব্যবসায়ী আয়োগ তৈরি করা হবে
- কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়বে
- এক কোটি মানুষ এর সুবিধা পাবেন
- মোদি সরকার এলে বাংলার সরকারের উপর আয়ুষ্মান প্রকল্প চালু করার চাপ বাড়বে
- সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা যাবে
- ফির একবার মোদি সরকার আয়েগি
- একমাস পর 23 মে ফির একবার?
- আজ 23 এপ্রিল । 23 মে এই সময় দেশে নির্বাচনের ফল এসে যাবে
- মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্ত করেছে
- ধর্ষণের ক্ষেত্রে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে
- ক্ষমতায় আসার দু'মাসের মধ্যে এখানে
- আমাদের সরকার পূর্ব ও উত্তর-পূর্ব বারতের জন্য বিশেষ নজর দিয়েছে
- আমরাই OBC,দলিতদের উন্নয়ন করেছি
- আমরাই গরিবদের 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি করেছই
- এই চৌকিদার সবসময় 130 কোটি মানুষের কথা ভাবেন
- সেজন্য মজবুত চৌকিদার চাই কি না বলুন?
- সেজন্য দিল্লিতে মজবুত সরকার চাই কি না বলুন?
- সন্ত্রাসবাদ শেষ হওয়া চাই কি না বলুন?
- মোদি একা হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে না । আপনার একটা ভোট পারবে
- নতুন হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে?
- এরা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে?
- এদের মধ্যে কি ক্ষমতা রয়েছে?দম রয়েছে?
- নতুন ভারত সন্ত্রাসবাদের ধ্বংস চায়
- নতুন ভারত দুনিয়ায় ভারতকে শক্তিশালী হিসেবে দেখতে যায়
- নতুন ভারত শোভাযাত্রা বের করার স্বাধীনতা চায়
- নতুন ভারত সুরক্ষা, সম্মান চায়
- নতুন ভারত ডিভিশনের সরকার চায় না
- নতুন ভারত বানানোর দায়িত্ব আপনার ও আমাদের সবার
- বাংলার উন্নয়ন, দেশের দিশা, ভারত কী মাতা জয় বলা মানুষরাই করবে
- দিদি ভাড়াটে গুন্ডাদের উপর নির্ভর করে
- আপনার এই চৌকিদার বলতে চায়, অনুপ্রবেশকারীদের উপর ভিত্তি করে বাংলার রাজনীতি চলবে না
- দিদি, আপনার উপর খুব দয়া হয়
- তৃণমূলের এমন অবস্থা যে বিদেশ থেকে প্রচারের লোক আনছে
- আর সেটা দিদিও বুঝতে পারছেন
- দিদির মাটি কাঁপছে
- নিয়ত ও নীতি পরিষ্কার
- এই নির্বাচনে দেশের সুরক্ষার বিষয় আলোচনা হওয়া দরকার
- এটা আসানসোল পৌরসভার নির্বাচন নয়
- দিদি আপনি কি দেশে দুজন প্রধানমন্ত্রী চান?
- কলকাতায় সব নেতারা লাফাচ্ছে, তারা আবার বলছে জম্মু-কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাই
- জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে এনেছিলেন
- দিদি, কলকাতা হাত ধরে আপনারা নাচছেন?
- এই পদ দেশের মানুষের আশীর্বাদে পাওয়া যায়
- প্রধানমন্ত্রীর পদ সারদা-নারদার টাকা দিয়ে পাওয়া যায় না
- যদি নিলাম করে প্রধানমন্ত্রিত্ব পাওয়া যেত, তাহলে কংগ্রেস ও দিদি তো লুটের টাকা নিয়ে চসে আসত
- দিদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন !
- তাঁদের এমন জায়গা চাই, যেখানে উন্নয়নের ধারা বইবে
- তাদের নতুন হিন্দুস্থান চাই
- হিংসা,সন্ত্রাসবাদী, অনুপ্রবেশ, তোষণকারীদের সহ্গে নতুন প্রজন্ম থাকবে না
- 21 শতকে জন্মেছে যাঁরা তাঁরা
- আজও বাংলার মানুষের মধ্যে অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ লুকিয়ে রয়েছেন
- এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুর, সূর্য সেন, স্বামী বিবেকানন্দ, যতীন্দ্রনাথ দাস, নজরুল ইসলামের ভূমি
- আপনারাই বলুন, এরকম মডেল দেশে প্রয়োজন?
- দিদির শাসনে তাই হচ্ছে
- বেতন বাড়ে তো DA পাওয়া যায় না
- চাকরি পেলে ভালো চাকরি পাওয়া যায় না
- প্রথমে চাকরি পাওয়া যায় না
- যুব সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়নের মডেল তৈরি করেছেন দিদি
- অনুপ্রবেশকারীদের ঢোকানোর উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
- জমি, লোহা, কয়লা মাফিয়ার উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
- স্পিডব্রেকার দিদির উন্নয়নের মডেল কিসের দ্বারা প্রভাবিত?
- আসলে উন্নয়নের মডেল কী?
- আজ দিদি বলছেন, উনি দেশকে নিজের দলের উন্নয়ন মডেল দেবেন
- এরা দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে
- পাকিস্তানে কত সন্ত্রাসবাদী মারা গেছেন, তার প্রমাণ চাইছেন
- তখন আপনারাই বুঝতে পারবেন
- প্রকাশ্যে লুটেরাদের পাশে দাঁড়িয়েছে
- বাংলার এই ভালোবাসা আমি ভুলতে পারব না
- দিদি দুর্নীতিগ্রস্ত
- এক রাজ্যের মুখ্যমন্ত্রী
- এর হাত কোথা পর্যন্ত পৌঁছছে তাও আপনারা জানেন
- নারদা, সারদা, রোজ়ভ্যালি শুধু দুর্নীতি নয়, এটা গরিবদের বিরুদ্ধে করা বড় অপরাধ
- যেভাবে আপনারা আপনার গণতন্ত্রের অধিকার রক্ষা করেছেন
- স্পিডব্রেকার দিদির কাজ হল মোদিকে গালি দেওয়া
- প্রকাশ্যে বুথ লুটের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার জন্য দলের নেতাদের উস্কানি দেয়
- সাধারণ মানুষের অধিকার এরাজ্যের সরকার কেড়ে নিয়েছে
- জগাই মাধাই সব অধিকার কেড়ে নিয়েছে
- TMC-র সরকার ক্রাইম ও দুর্নীতি এই রাজ্যে ননস্টপ
- স্পিড ব্রেকার দিদি তো আছেই
- ভাই ও বোনেরা এই কথা কারোর অজানা নয়
- নারদ, সারদা, রোজ়ভ্যালি এগুলো দুর্নীতি
- দিন আনা দিন খাওয়া মানুষের টাকা মেরে দেওয়া হয়েছে
- গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে যারা, সেই তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ
- মহাভেজাল জোটকে ধাক্কা দেবে বাংলা
- বাংলার মানুষ বিরোধী দলগুলিকে যে ধাক্কা দেবে তা ওদের নাড়িয়ে দেবে
- বাংলার এই স্রোতে বড় বড় রাজনীতিকরাও বিব্রত হয়ে পড়েছেন
- আপনারা এবার বাংলায় পদ্মফুল ফোটানোর প্রতিজ্ঞা করেছেন তার চর্চা পুরো দেশে হচ্ছে
Last Updated : Apr 23, 2019, 5:02 PM IST