পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

কয়লা মাফিয়া নিয়ে মমতার কাছে সব তথ্য রয়েছে : মুকুল - Purulia

এবার মমতাকে তর্কে বসার চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রায় ।

মুকুল রায়

By

Published : May 10, 2019, 9:27 AM IST

Updated : May 10, 2019, 3:21 PM IST

কলকাতা, 10 মে : কয়লা মাফিয়াদের সঙ্গে তৃণমূল প্রার্থীদের যোগ রয়েছে বলে গতকাল অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। এরপরই তাঁকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন BJP নেতা মুকুল রায় । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভাবের ঘরে বসে চুরি করছেন । উনি জানেন না ! তাঁর কাছে সবথেকে বেশি খবর রয়েছে । কয়লা মাফিয়া কে ? কারা কয়লা চুরি করছে ? কারা এই কাজের সঙ্গে জড়িত । তাদের সঙ্গে তৃণমূলের কীভাবে যোগ রয়েছে । এটা যদি সবথেকে বেশি কেউ জানেন সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । "

গতকাল পুরুলিয়ায় নির্বাচনী জনসভা করেন মোদি । সেখানে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে মোদি বলেন, "পুরুলিয়ায় সম্পদের অভাব নেই । আপনারা কালো সোনার উপর বসে রয়েছেন । এখনও পর্যন্ত যত সরকার এসেছে, তারা কয়লা মাফিয়ারাজ চালু করেছে । তৃণমূল তো মাফিয়াদেরই সরকারে অংশ বানিয়ে নিয়েছে । " তার কিছুক্ষণ পর বাঁকুড়ার তামলি বাঁধে মমতা বলেন, "উনি বলছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নাকি কয়লা মাফিয়া । আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার 42 জন প্রার্থীর মধ্যে যদি একজনের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে 42টা প্রার্থীই প্রত্যাহার করে নেব । আর তুমি যদি মিথ্যা কথা বলো, তোমাকে জনগণের সামনে ওঠবোস করতে হবে 100 বার । "

মমতাকে আক্রমণ করে মুকুল রায় বলেন, "কী ভাবে অবৈধ কয়লা চুরি হয়, কী ডিল হয়, সব খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসে । উনি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী । উনি সব জানেন । সব জেনেবুঝে নাটক করার চেষ্টা করছেন । " পালটা মমতাকে তর্কে বসার চ্যালেঞ্জ ছোড়েন মুকুল । বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন সাংবাদিক বৈঠকে আসতে বলুন । একদিকে, মমতা বসবেন । অপরদিকে, BJP-র কোনও প্রতিনিধি বসবেন । প্রমাণ দিতে না পারলে পশ্চিমবঙ্গে রাজনীতি করা ছেড়ে দেব । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রবিবার জঙ্গলমহলে ভোটগ্রহণ । তার আগে মুকুলবাবু বলেন, "কিষেণজি ও ছত্রধরের যোগাযোগ ছিল । CPI(M)-কে সরিয়ে জঙ্গলমহলে তৃণমূলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মমতা নিশ্চয় কিষেণজির সাহায্য নিয়েছিলেন । পরে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন, এই জমানায় মমতা একটাই খুন করেছেন । সেটা হল কিষেণজি । কিন্তু, কোনটা সত্যি তা আমি জানি না । আমি বলিনি মমতা কিষেণজিকে খুন করেছেন । যিনি বলেছেন তিনি বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন । "

Last Updated : May 10, 2019, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details